বাংলা প্রশ্নোত্তর

প্রফেসর শঙ্কু – ব্যোমযাত্রীর ডায়রি – সত্যজিৎ রায়

প্রফেসর শঙ্কু – ব্যোমযাত্রীর ডায়রি – সত্যজিৎ রায়। বাংলা সাহিত্যের অনন্য সৃষ্টি সত্যজিৎ রায় এর প্রফেসর শঙ্কু । পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ডেও পাঠ্য করা হয়েছে ‘প্রফেসর শঙ্কুর ডায়েরি’। আমাদের এই আলচনায় উক্ত গ্রন্থ থেকে বেশ কিছু প্রশ্নোত্তর আলোচিত হয়েছে যা SLST র পরীক্ষার্থীদের কাজে দিতে পারে।

প্রফেসর শঙ্কু – ব্যোমযাত্রীর ডায়রি – সত্যজিৎ রায়

১. “কাহিনীগুলি সত্য কি মিথ্যা , সম্ভব কি অসম্ভব, সে বিচার পাঠকেরা করবেন।” ― কোন কাহিনী?
উত্তর : প্রফেসর শঙ্কুর প্রত্যেকটি ডাইরিতে কিছু না কিছু আশ্চর্য অভিজ্ঞতার বিবরণ।
২. প্রফেসর শঙ্কুর ডাইরিটা কার কাছ থেকে প্রাপ্ত?
উত্তর : তারক চাটুজ্জে।
৩. প্রফেসর শঙ্কুর ডাইরির রং কি?
উত্তর : লাল।
৪. তারকবাবু লেখকের কাছ থেকে গল্প বাবদ কত টাকা করে পেতেন?
উত্তর : ৫-১০ টাকা।
৫. “ব্যাপার তো একটাই।”― কোন ব্যাপার?
উত্তর : উল্কাপাত।
৬. ব্যোমযাত্রীর ডাইরিতে কোন অভিধানের কথা আছে?
উত্তর : ‘চলন্তিকা’।
৭. ডাইরির কালির রং ধারাবাহিকভাবে বদল হতো কিভাবে?
উত্তর : সবুজ → লাল → নীল → হলুদ।
৮. প্রহ্লাদের ওজন কত?
উত্তর : ২ মন ৭ সের।
৯. বিধুশেখরের ওজন কত?
উত্তর : সাড়ে ৫ মন।
১০. প্রফেসর শঙ্কুর ওজন কত?
উত্তর :১ মন ১১ সের।

আরো পড়ুন

১১. রকেট পড়ে অবিনাশবাবুর কিসের ক্ষেত নষ্ট হয়েছিল?
উত্তর : মুলোর ক্ষেত।
১২. অবিনাশবাবু কত টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন ?
উত্তর : ৫০০ টাকা।
১৩. ” এই বড়িই হলো আমার নতুন অস্ত্র।” ― কোন বড়ি?
উত্তর : স্যাকারিনের মতো দেখতে একটি বড়ি।
১৪. “এই দুটো মাসে উল্কাপাত হয় সবচেয়ে বেশি।”― কোন ২ তো মাস?
উত্তর : অশ্বিন, কার্তিক মাস।
১৫. ১১ ই জানুয়ারিতে লেখা দিনপঞ্জিতে কোন ফুলের কথা পাওয়া যায়?
উত্তর : গোলঞ্চ।
১৬. প্রফেসর শঙ্কুর পোষা বেড়ালটির নাম কি?
উত্তর : নিউটন।
১৭. প্রফেসর শঙ্কুর বানানো রোবটটির নাম কি?
উত্তর : বিধুশেখর।
১৮. প্রফেসর শঙ্কুর চাকরটির নাম কি?
উত্তর : প্রহ্লাদ।
১৯. নিউটনের খাবারের জন্য কি আবিষ্কার করেন শঙ্কু?
উত্তর : Fish Pill.

২০. নিউটনের এক একটা Fish Pill এ কতদিনের খাবার হয়ে যায়?
উত্তর : ৭ দিন।
২১. প্রফেসর শঙ্কু ও প্রহ্লাদের জন্য তৈরী বড়ির নাম কি?
উত্তর : বটিক-ইন্ডিকা।
২২. বটিক-ইন্ডিকা খেলে কতক্ষন খিদে তৃষ্ণা মিটে যায়?
উত্তর : ২৪ ঘন্টা।
২৩. মঙ্গলগ্রহের সঙ্গে কিসের তুলনা রয়েছে রচনায়?
উত্তর : বাতাবি লেবু।
২৪. মঙ্গল গ্রহের গাছপালা ও মাটি কেমন?
উত্তর : নরম রবারের মতো।
২৫. “সে দিব্যি নিশ্চিতে আছে।”― কে ও কেন?
উত্তর : প্রহ্লাদ। কারণ তার বিশ্বাস গ্রহের নাম যখন মঙ্গল সেখানে কোনো অনিষ্ট হতেই পারেনা।
২৬. মঙ্গল গ্রহে নদীর রং কেমন?
উত্তর : লাল।
২৭. রকেট থেকে যাকে জল মনে হয়েছিল তা আসলে কি?
উত্তর : ঘাস ও গাছপালা।
২৮. মঙ্গল গ্রহে আকাশের রং কেমন?
উত্তর : সবুজ।

প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল

২৯. প্রফেসর শঙ্কুকে কে ডক্টর উপাধি প্রদান করে?
উত্তর : সুইডিস একাডেমি অফ সায়েন্স।
৩০. শঙ্কুর ‘ডক্টর’ উপাধি পাওয়ার পেছনে কার প্রতি অধিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন?
উত্তর : সভেন্ডসেন।
৩১. “এটা মে মাস ― তাই চব্বিশ ঘন্টাই সূর্য দেখছি।” ―কোথায়?
উত্তর : সুইডেন।
৩২. সুলিটেলমা পর্বতশৃঙ্গ-এর উচ্চতা কত?
উত্তর : ৬০০০ ফিট।
৩৩. নরওয়েতে সুলিটেলমা পর্বতশৃঙ্গ উচ্চতায় কততম ?
উত্তর : ২য়।
৩৪. বিখ্যাত লোকেদের প্রতিকৃতি পুতুলের মতো করে কে তৈরী করেন?
উত্তর : গ্রেগর লিন্ডকুইস্ট।
৩৫. লিন্ডকুইস্টের চাকরের নাম কি?
উত্তর : হান্স।
৩৬. লিন্ডকুইস্টের পুতুলগুলির দৈর্ঘ্য কত?
উত্তর : ৬ ইঞ্চি।
৩৭. সবশুদ্ধ কটি পুতুল ছিল?
উত্তর : ৬ টি।
৩৮. প্রফেসর শঙ্কু কোন পুতুলগুলি দেখে চিনতে পারলেন?
উত্তর : ফরাসি ভূপর্যটক আঁরি ক্লেমো, নিগ্রো চ্যাম্পিয়ন বক্সার বব স্লিম্যান, আর্চিবল্ড অ্যাকরয়েড।
৩৯ . ” কিছু পরিচিত এবং কিছু অপরিচিত জিনিস মেশানো একটা নতুন গন্ধ।’ ―পরিচিত গন্ধ দুটি কিসের?
উত্তর : কপার সালফেট, ফেরাস অক্সাইড।

৪০. পুতুলগুলো মধ্যে ১ম কার প্রতিকৃতি ছিল?
উত্তর : ইটালীয় গায়ক মারিয়ো বাতিস্তা।
৪১. ২য় পুতুলের প্রতিকৃতি টি কার?
উত্তর : মুষ্টিযোদ্ধা বব স্লিম্যান।
৪২. ৩য় পুতুলের প্রতিকৃতিটি কার?
উত্তর : ফরাসি পর্যটক আঁরি ক্লেমো।
৪৩. চতুর্থ পুতুলের প্রতিকৃতিটি কার?
উত্তর : জাপানি সাঁতারু হাকিমাতো।
৪৪. পঞ্চম পুতুলের প্রতিকৃতিটি কার?
উত্তর : জার্মান কবি।
৪৫. ষষ্ঠ পুতুলের প্রতিকৃতিটি কার?
উত্তর : অ্যাকরয়েড।
৪৬. প্রফেসর শঙ্কু লাইব্রেরীতে কোন কাগজের ফাইল ঘেঁটেছিলেন?
উত্তর : ‘লন্ডন টাইমস’।
৪৭. খুদে মানুষকে অসাড় পুতুলে পরিণত করতে লিন্ডকুইস্ট কি করে?
উত্তর : ইলেক্ট্রিকের শক দেয়।
৪৮. প্রফেসর শঙ্কুর গেঞ্জির নিচে কোন জামাটি ২৪ ঘন্টা পরা থাকে যা ইলেকট্রিক শকের বিরোধী?
উত্তর : কারবোথিনের পাতলা জামা।
৪৯. অ্যাকরয়েডের হাতের সিরিঞ্জটা কত ইঞ্চি লম্বা?
উত্তর : আধ ইঞ্চি।
৫০. লিন্ডকুইস্টকে কে ৬ ইঞ্চির পুতুলে পরিণত করলো?
উত্তর : অ্যাকরয়েড।
৫১. অ্যাকরয়েড কোন দলে ভিড়তে চান?
উত্তর : লেমিংদের দলে।
৫২. লিন্ডকুইস্টের ওষুধ প্রফেসর শঙ্কুকে আগের চেয়ে কত ইঞ্চি লম্বা করে দিয়েছে?
উত্তর : ৬ ইঞ্চি।

Continue………..

One thought on “প্রফেসর শঙ্কু – ব্যোমযাত্রীর ডায়রি – সত্যজিৎ রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *