বাংলা প্রশ্নোত্তর

প্রশ্নোত্তরে শিশু মনস্তত্ব

টার্গেট বাংলা ফেসবুক গ্রুপে আলোচিত শিশু মনস্তত্বের উপর যেসমস্ত প্রশ্নোত্তর এসেছে তা গ্রুপের পক্ষ থেকে একত্রিত করা হয়েছে – প্রশ্নোত্তরে শিশু মনস্তত্ব । বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী তথা বাংলা সাহিত্যানুরাগীদের উদ্দেশ্যে সেই সমস্ত প্রশ্নোত্তর আমাদের এই পেজে আপলোড করা হল। এখানে আপনি পাবেন ১৬৭ টি প্রশ্নোত্তর।

শিশু মনস্তত্ব এর উপর প্রশ্নগুলি দেখে নিন 

১) শিশু মনস্তত্ত্ব পড়লেই কি শিশুকে জানা যায় আপনার কি মত ?

উত্তর – সব টা জানা হয়তো যায়না। কিছুটা জানতে পারি।

২) অপচয় ও অনুন্নয় কি ?

উত্তর – শিক্ষার্থীরা তার পড়াশুনো শেষ না মাঝখানে পড়াশুনো ছেড়ে দেয় এটা অপচয়।

ও একজন শিক্ষার্থী একই ক্লাসে বার বার ফেল করে কিছু শিখতে পারে না এটা অনুন্নয়ন।

৩) শিশুদের শাস্তি কি উচিৎ ?  মত কি

উত্তর শারীরীক শাস্তি অনুচিত তবে একজন শিক্ষার্থী বার বার শিখিয়ে দেওয়া সত্বেও অনুচিত ব্যবহার করলে তাকে বকার অধিকার শিক্ষকের আছে অর্থাৎ মানসিক শাস্তির অধিকার।

৪) স্কিমা কী ?

উত্তর – স্কিমা হল কোনো মুহূর্তে অর্জিত তত্ত্বসমূহের একক সংগঠন।

৫) psychology  শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত ?

উত্তর – psycho & logos

৬) কোনও শিক্ষার্থী দেরী করে এলে কী করবেন  ?

উত্তর –  দেরী করার কারণ জানতে চাইব।

৭) CCE পুরো কথাটি কি ?

CRT=criterion referenced test

NRT=norm referenced test

continuous and comprehensive evaluation

৮) গেস্টাল্ট কথার অর্থ কি ?

উত্তর – অবয়ব(oboyob)

৯) ৩ r কি ?

উত্তর-   Reduce, Reuse and Recycle

১০) CCE er full from ki ?

উত্তর – Continuous comprehensive evaluation

১১) বাছাই উপাদান  তত্ত্ব কার ?

উত্তর – Thompson

১২) একক উপাদান তত্ত্ব কি ?

Stern -.

১৩) “দ্বি ” উপাদান তত্ত্ব  কি ?

উত্তর- Spearman

১৪) বহু উপাদাব তত্ত্ব কার ?

উত্তর-   থ্রণডাইক

১৫) ব্যাকরণ শিক্ষাদানে কোন পদ্ধতি শ্রেষ্ঠ ?

উত্তর-   আরোহী পদ্ধতি

১৬) বুদ্ধির উপাদান তত্ত্বের জনক কে  ?

উত্তর-   স্পীয়ারম্যান

১৭) সমাজবাদের জনক কে ?

উত্তর-   অগস্ট কমেট

১৮)    আধুনিক মনোবিজ্ঞান  এর জনক কে ?

উত্তর- ফ্র‍্য়েড

১৯) মূল্যায়নে স্কোরিং /গ্রেডিং কোনটি শ্রেষ্ঠ ?

উত্তর – গ্রেডিং

২০) স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশনের নাম কি ?

উত্তর- রাধাকৃষ্ণান কমিশন  ১৯৪৮

২১) একটি শিশু শ্রেণিকক্ষে প্রতিদিন দুষ্টুমি করে, কি করা উচিত  ??

উত্তর-   দুষ্টুমির কারন জানতে হবে ….এবং তার সমাধান করতে হবে

২২) Scaffolding (ভারাবন্ধন) কি ? এই মতবাদ কার ?

উত্তর-   scaffolding বা ভারাবন্ধন হল ছাত্রদের শিখনে সহায়তা করা এবং সমস্যা সমাধানে সাহায্য করা। যেমন সংকেত দান,প্রশ্ন করা, সমস্যাকে ছোটো ছোটো অংশে ভাগ করে উপস্থাপন করা ইত্যাদি।

২৩) বুনিয়াদী  শিক্ষার প্রবর্তক কে ?

উত্তর-গান্ধিজী

২৪) শিখনের দ্বি-উপাদান তত্ত্বটি কার ??

উত্তর-স্পিয়ারম্যান

২৫) বাবলিং বোলতে কি বোঝেন ?

উত্তর-   6 মাসের পর শিশুরা মুখে যে আওয়াজ করে

পার্ট – ২

২৬) শিক্ষক হিসাবে আপনার দায়িত্ব কি ?

উত্তর-   ছাত্র  ছাত্রীদের সঙ্গে পরিচয় করা।স্কুলের পরিবেশ সম্পর্কে বুঝে ওঠা।

২৭) প্রচেষ্টা  ও ভুল কার তত্ত্ব প্রবর্তক ?

উত্তর-   থর্নডাইকক

২৮) NCTE – (full form)

National council for teacher education

National council for teacher education

২৯) কাসা-দাই-বামবিনী কথার অর্থ কী ?

উত্তর-   শিশুদের উপযোগী গৃহ

৩০)    ডিসলেক্সিয়া কি ?

উত্তর-   পঠন অক্ষমতা

৩১)     শিশু কেন্দ্রিক শিক্ষার প্রবর্তক কে ?

উত্তর ঃ রুশো

৩২)  TLM -এর পুরো নাম কি ?

উত্তর-   teaching learning materials

৩৩) বর্তমান ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর নাম কি ?

উত্তর- প্রকাশ জাবেদকর

৩৪) শ্রীনিকেতন ব্যবস্থা কোথায় রয়ছে ?

উত্তর-   শান্তিনিকেতনে

৩৫) অ্যাবাকাস কি? এটি কাদের শিক্ষায় ব্যবহৃত হয় ?

উত্তর-   অবশ্যই অ্যাবাকাস গাণিতিক যন্ত্র। এটি দৃষ্টিহীনদের শিক্ষার জন্যও ব্যবহৃত হয়।

৩৬) কোনও শিক্ষার্থী বেশি নম্বর পাওয়ার কারণে তার কোনও বন্ধু নেই।এক্ষেত্রে শিক্ষার্থী একাকীত্ব বোধ করলে তাকে কীভাবে শেখাবেন ?

উত্তর-   তাকে যেচে অন্য দের সাথে কথা বলতে আগ্রহী করতে হবে।

৩৭) এক কথায় শিক্ষা কি ?

উত্তর-   অভিঞ্জতা লব্ধ ঞ্জান হলো শিক্ষা।

৩৮)  স্কুলছুট শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব কি শিক্ষকের – আপনার মতামত দেন ?

উত্তর-   শিক্ষকের উচিত শিক্ষার্থীদের শিক্ষার আলোয় নিয়ে আসা,, এই ব্যাপারে শিক্ষার্থী এবং তাদের পিতা – মাতাদের অনুপ্রাণিত করা শিক্ষকেরই কর্তব্য |

৩৯) ব্রেইল পদ্ধতিতে  কটি বিন্দু দিয়ে লেখা হয়?

উত্তর-   ৬ টি

৪০) শিক্ষার উপাদান কি?

উত্তর-   শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয়,

৪১) ব্যাকরণ পাঠ দানে শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি ?

উত্তর-   আরোহী

৪২) cognitive theories of learning er প্রথম প্রবর্তক কে ??

উত্তর-   গেজলার

৪৩) শিক্ষায়’অর্ন্তদৃষ্টি তত্ত্বটি’ প্রচার করেছিলেন ?

উত্তর-   গেস্টাল্ট মতবাদ… কোহলার, কফকা,

৪৪) বুদ্ধি বাছাই তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর-   থমসন

৪৫) শিক্ষাক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা কী ?

উত্তর-   সঠিক মূল্যায়ন এর জন্য

৪৬) স্কুলের অবসর সময় কি ভাবে কাটাবেন ?

উত্তর-   বই পড়ে, শিক্ষার্থী দের উন্নতির কথা ভেবে

৪৭) “Classroom meeting Model” এর প্রবক্তা  কে ?

উত্তর-   গ্লেসার

৪৮) সৃজনশীলতা (Creativity)  এর সঙ্গে কোন চিন্তন সম্পর্কিত

১. অভিসারী চিন্তন (Convergent thinking)

  1. অপসারী চিন্তন (Divergent thinking)

উত্তর :  ২

৪৯) সক্রিয় অনুবর্তন বাদের জনক কে ?

উত্তর-   স্কিনার

৫০) বিদ্যালয়ে গ্রন্থাগারের প্রয়োজন আছে কী ? মতামত দিন.

ঞ্জানের চাহিদা .অবসর সময়যাপন.চারিত্রক বিকাশে.স-শিক্ষনের অভ্যাস গঠনে গ্রন্থাগারের প্রয়োজন।

পার্ট – ৩

৫১) শিক্ষার্থী ভুল উত্তর দিলে কী করবেন ?

উত্তর-   উত্তর টা  কেন ভুল তা বুঝিয়ে দেব এবং সঠিক  উত্তর টা  বলে দেবো।

৫২) ওয়েনারের এট্রিবিউশন থিয়োরির কয়টি স্তর ?

উত্তর-   চারটি

৫৩) বিদ্যালয় হল সমাজের একটি ক্ষুদ্রসংস্কার **–কার মতে ??!

উত্তর-   ডিউই

৫৪)    বর্তমানে মুলয়ান কয় মুখী প্রক্রিয়া ?

উত্তরঃ ত্রিমুখী প্রক্রিয়া।

৫৫)    NCPCR এর সম্পূর্ণ কথাটি কি –

উত্তরঃ National commission for protection of child rights

৫৬)    Who is the father of genetic epistemology ?

উত্তরঃ Piaget

৫৭)    গেস্টাল কথার অর্থ কি?এই তত্বের তিনজন মনবিজ্ঞানীর নাম কি     ?

উত্তরঃ অবয়ব বা কাঠামো

কাফকা, কোহলার, ওয়ারদিমার

৫৮)    operation black board এর প্রয়োজনীয়তা কী ?

উত্তরঃ যে কোন বিষয় শোনার সাথে সাথে দেখলে আমাদের আরও মনে থাকে

একজন আদর্শ শিক্ষক কেমন হবেন বলে আপনি মনে করেন দু-তিনটি শব্দে বলুন।

বিষয়ে দক্ষ,স্পষ্ট বক্তা,, সুন্দর হাতের লেখার অধিকারী, বন্ধুত্ব পূর্ন আচরনের অধিকারী হবেন |

৫৯)    ভাবের কবি কে ?

উত্তরঃ রবীন্দ্রনাথ

৬০)    SSA এর পুরো নাম কি ?

উত্তরঃ সর্ব শিক্ষা কমিশন

৬১)     ওয়েনারের এট্রিবিউশন থিয়োরির কয়টি স্তর ?

উত্তরঃ চারটি

৬২)    Project method এর উদ্ভব কে করেন?

উত্তরঃ কিলপ্যাটিক

৬৩) একজন আদর্শ শিক্ষক কেমন হবেন বলে আপনি মনে করেন দু-তিনটি শব্দে বলুন।

উত্তরঃ বিষয়ে দক্ষ,স্পষ্ট বক্তা,, সুন্দর হাতের লেখার অধিকারী, বন্ধুত্ব পূর্ন আচরনের অধিকারী হবেন

৬৪)    একজন  শিশুর প্রথম শিক্ষক কে ?

উত্তরঃ মা

৬৫) RTE &RTI এর full form কী ?

উত্তরঃ Right to education and Right to information

৬৬)    মুদামিয়া কমিশন কত সালে গঠিত হয় ?

উত্তরঃ ১৯৫২- ৫৩

৬৭)    কিন্ডার গার্ডেন এর উদ্ভাবক কে ?

উত্তরঃ ফ্রয়বেল

৬৮)    শ্রেণী কক্ষে চার্ট মডেল তথা শিক্ষার উপকরণের কী গুরুত আছে, কেন ?

উত্তরঃ আছে। তা দিয়ে শিক্ষার্থীরা আগ্রহী হয় । অন্যমনস্কতা কেটে যায় । বিষয়টি বুঝতে তাদের আরও সুবিধা হয়।

৬৯)    NCF কবে গঠিত  হয় ?

উত্তরঃ ২০০৫

৭০)    একজন সৃজন শীল ছাত্র কে আপনি কি ভাবে চিনবেন       ?

উত্তরঃ হাতে কলমের কাজ দেখে,, কথা বলার ধরন দেখে,, গল্প বানানোর কৌশল দেখে,, কবিতা আবৃত্তি দেখে |

৭১)     ‘এমিল’ গ্রন্থ টি কার লেখা?

উত্তরঃ রুশো

৭২)    রেসপন্স দেখ আনন্দিত হলাম  ,প্রশ্ন হল  SR পদ্ধতির আবিষ্কর্তা কে  ??

উত্তরঃ স্কিনার

৭৩)    দু -জন প্রকৃতি বাদি শিক্ষা বিদের নাম করুন? তাদের লেখা একটি বইয়ের নাম কী ?

উত্তরঃ রুশো আর রবীন্দ্রনাথ

৭৪)    ‘অপারেশন ব্ল্যাক বোর্ড’ কী???

উত্তরঃ ভারত সরকারের বা রজ্য সরকারের আর্থিক সহযোগিতায় সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গতি ত্বরান্বিত করতে ন্যূনতম আসবাবপত্র ও শিক্ষার উপকরণ  দেওয়ার কর্মসূচিকে ‘অপারেসন ব্ল্যাকবোর্ড ‘বলা হয়।

৭৫)    নঈ তালিম শিক্ষার অপর নাম কি ?

উত্তরঃ বুনিয়াদী শিক্ষা

পার্ট – ৪

৭৬)    শিক্ষণের তিনটি স্তর কি ?

উত্তরঃ Preactive,interactive,postactive

৭৭)    ZPD ki?

উত্তরঃ Zone of proximal development

৭৮)    education is the manifestation of perfection alrready is man’..বক্তা কে ?

উত্তরঃ স্বামী  বিবেকানন্দ

৭৯)    WBCHSE কবে প্রতিষ্টিত হয়  ??

উত্তরঃ 1975

৮০)    ব্রেইল লেখা হয় কত গুলো বিন্দু দিয়ে ? ?

উত্তরঃ ৬

৮১)    গ্রেডেশন পদ্ধতি ভাল না খারাপ বলে মনে করেন ?

উত্তরঃ ভালো

৮২)    কোঠারি কমিশন কবে গঠিত হয় ?

উত্তরঃ ১৯৬৪ —৬৬

৮৩)    dislexia ki ?

উত্তরঃ পঠন অক্ষ্মতা

৮৪)    IQ janar formula ki ?

উত্তরঃ MA/CA×100

৮৫)    মনোসামাজিক বিকাশের প্রবক্তা কে?

উত্তরঃ এরিখসন

৮৬)    animal intelligence –গ্রন্থের লেখক  কে?

উত্তরঃ থ্রনডাইক

৮৭)    I.Q এর full form ?

উত্তরঃ Intelligent quotient

৮৮)    দুটি সহপাঠক্রমিক কার্যের উদাহরন দিন ?

খেলাধুলা, সংকৃতিক অনুষঠান

৮৯)    ঝড়ঝাঙ্গার কাল বলতে কি বোঝো ?

উওরঃ কৈশোরকাল কে বোঝায়।

৯০)    ‘ Life is by product of activities and education is born out of these activities’বক্তা কে ?

Ans:   John Adams

৯১)     স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন এর নাম কি ??

উওরঃ রাধাকৃষ্ণন কমিশন।

৯২)    ‘mental higiene’ কার লেখা?

উওরঃ crow & crow

৯৩)    STM ও LTM কী?

উওরঃ STM-Short term memory

LTM- Long term memory

কে বোঝায় ।

৯৪)    ‘Trial and error ‘ কার ?

উওরঃ থ্রনডাইক

৯৫)    বুদ্ধির দ্বি-উপাদাং তত্ত্বের প্রবক্তা কে?

উওরঃ স্পিয়ার ম্যান

৯৬)    “The Articulate Manual”  বইটি কার লেখা ??

উওরঃ Right spelling-Aitchisan.

৯৭)    NP-NSPE ful form ? কত সালে প্রকাশিত হয় ?

উওরঃ National Programme of Nutritional Support to Primary Education.

1995 saler 15th august.

৯৮)    দৃষ্টিহীন পঠন পদ্ধতির আবিষ্কর্তা কে ?

উওরঃ ব্রেইল

৯৯) “The Articulate Manual”  বইটি কার লেখা ??

উওরঃ  Right spelling-Aitchisan.

১০০)   NP-NSPE ful form  ? প্রকাশকাল

উওরঃ  national curriculum framework, ২০০৫

পার্ট – ৫

১০১)   স্মার্ট ক্লাস রুম বলিতে কি বোঝ ?

উওরঃ  শিক্ষার্থী দের সক্রিয়ভাবে শিক্ষকের আলোচনায় অংশগ্রহণ।

১০২)   শিক্ষায় স্বাধীনতা নীতির প্রয়োগের কথা কে বলেছেন ?

উওরঃ  এরিস্টটল

১০৩)   শিক্ষার মূল। উপাদান কি ?

উওরঃ  ছাত্র,শিক্ষক, পাঠ্যক্রম, বিদ্যালয়।

১০৪)   Proactive inhibition  কি ?

উওরঃ  অগ্রমুখী অন্ততায়, বিস্মৃতির অন্তরায় করণ

১০৫)   ক্লাসিক অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে ?

উওরঃ  প্যাভলব

১০৬ )  নবদয় বিদ্যালয় কেন প্রতিষ্ঠিত হয়েছে ?

উওরঃ  গ্রাম্য এলাকার শিক্ষার মান বাড়াতে এবং সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষা দিতে।

১০৭)   EDUSAT কি ??

Ans:  Education satellite (India) , 14 তি চ্যানেল সমৃদ্ধি

১০৮)   R.F.L.P er full form ki ???

উওরঃ  rural functional literacy programme

১০৯)   দুটি  প্রথাবর্হিভূত শিক্ষালয়ের নাম বলুন ?

৯৯) “The Articulate Manual”  বইটি কার লেখা ??

উওরঃ  Right spelling-Aitchisan.

১০০)   NP-NSPE ful form  ? প্রকাশকাল

উওরঃ  national curriculum framework, ২০০৫

১০১)   স্মার্ট ক্লাস রুম বলিতে কি বোঝ ?

উওরঃ  শিক্ষার্থী দের সক্রিয়ভাবে শিক্ষকের আলোচনায় অংশগ্রহণ।

১০২)   শিক্ষায় স্বাধীনতা নীতির প্রয়োগের কথা কে বলেছেন ?

উওরঃ  এরিস্টটল

১০৩)   শিক্ষার মূল। উপাদান কি ?

উওরঃ  ছাত্র,শিক্ষক, পাঠ্যক্রম, বিদ্যালয়।

১০৪)   Proactive inhibition  কি ?

উওরঃ  অগ্রমুখী অন্ততায়, বিস্মৃতির অন্তরায় করণ

১০৫)   ক্লাসিক অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে ?

উওরঃ  প্যাভলব

১০৬ )  নবোদয় বিদ্যালয় কেন প্রতিষ্ঠিত হয়েছে ?

উওরঃ  গ্রাম্য এলাকার শিক্ষার মান বাড়াতে এবং সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষা দিতে।

১০৭)   EDUSAT কি ??

Ans:  Education satellite (India) , 14 তি চ্যানেল সমৃদ্ধি

১০৮)   R.F.L.P er full form ki ???

উওরঃ  rural functional literacy programme

১০৯)   দুটি  প্রথাবর্হিভূত শিক্ষালয়ের নাম বলুন ?

উওরঃ  পিয়ালি ও মিকাইল

১১০)   শিশুর মূর্ত সক্রিয়তার স্তর বলা হয় কোন বয়স কে ?

উওরঃ  ৭-১১ বছর বয়স

১১১)    পশ্চিম বঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ স্থাপিত হয় কবে ?

উওরঃ  ১৯৫১

১১২)   শিক্ষা কে বাগানের মালির সঙ্গে তুলনা করেন কে ?

উওরঃ  ফ্রয়েবেল

১১৩)   NDP er full formকি ???

উওরঃ  Non Detention Policy

১১৪)    একজন প্রয়োগবাদী দর্শনিকের নাম বল ?

উওরঃ  রুশো,  ডিউই, পিয়ার্স

১১৫)   Aphasia কি ?

উওরঃ  Oral disability

১১৬)   CWSN   er full form ?

উওরঃ  Children with special need

১১৭) GCI   er full form ?

উওরঃ  Group control instruction

১১৮)   আপনি ক্লাসে পড়াচ্ছেন । ছাত্ররা প্রচুর অসুবিধার সৃষ্টি করছে। এর সম্ভাব্য কারন আপনার মতে কী হতে পারে?

উওরঃ  ভাষাগত কারণ

১১৯)  TCI    full form ?

উত্তর   Teacher control instruction

১২০)   বর্তমানে ছাত্র শিক্ষক সম্পর্কের অবনতির কারন কী ?

উত্তর   সম্পর্কের অবনতি,সামাজিক ও অর্থনৈতিক অবস্থার অবনতি,শিক্ষক দের গৃহ শিক্ষকতার প্রবনত ইত্যাদি।

১২১)   Who is the father of multiple intelligence ?

উত্তর   গার্ডনার

১২২)   শিশুর যে বয়সকালকে শিক্ষাবিদেরা’শিক্ষার প্রস্তুতিকাল’ হিসেবে চিহ্নিত করেছেন ?

উত্তর   ২ থেকে ৫ বছর

১২৩)   আগ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত——-প্রেষণা/মনোযোগ ?

উত্তর   মনোযোগ

১২৪)   শিক্ষাখেত্রে প্রথম বৈজ্ঞানিক পদ্ধির প্রবর্তন কে করেন ?

উত্তর   স্পেনসার

১২৫)   সমস্যা সমাধানের পদ্ধতি রচনা করেন ?

উত্তর   ডিউই

পার্ট – ৬

১২৬)   শিক্ষা প্রসারে রাজ্য সরকার কী ভূমিকা নিয়েছেন? এই ধরনের দুটি সরকারি পদক্ষেপ এর নাম বলুন।

উত্তর   সবুজ সাথী, কন্যাশ্রী প্রকল্প

১২৭)   “গিফট” ও “অকুপেশন” কোন শিক্ষা পদ্ধতিতে ব্যবহৃত হয় ???

উত্তর   কিন্ডারগার্ডেন

১২৮)   একজন পিছিয়ে পড়া শিশুকে একজন শিক্ষক হিসাবে আপনি কি ভাবে ট্রিট করবেন ?

উত্তর   রেমিডিয়াল  ক্লাস

১২৯)   চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ —–কে বলেছেন ?

উত্তর   হার্বাট।

১৩০)   শিক্ষকতাকে কি আপনি পেশা বলবেন ?

উত্তর   পেশা না বলে মানব সম্পদ গড়ার করিগর বলা যায়।

১৩১)   খেলার মাঠ হলো শিশুর উন্নয়নের আতুর ঘর কে বলেছেন ?

উত্তর   স্কিনার ও সারিম্যান।

১৩২)   শিক্ষার উদ্দেশ্য হলো সুদক্ষ ব্যক্তি সৃষ্টি করা কে বলেছেন ?

উত্তর   উইলিয়াম বাগলে।

১৩৩)   শিক্ষা ক্ষেত্রে শিক্ষা -প্রদিপনের প্রয়োজনিতা কী? বাংলা বিষয়ে পাঠদানে কি কি শিক্ষা -প্রদিপন ব্যবহার করবেন ?

উত্তর   চার্ট, মডেল, ছবি,।

১৩৪)   বুদ্ধির বহু উপাদান তত্বের জনক কে ?

উত্তর   থাস্টোন

১৩৫)   মূল্যায়ন কয় প্রকার ও কি কি?

উত্তর   2

১৩৬)   I.Q ki ??

উত্তর   intelligent quotient

১৩৭)   শিক্ষায় উপহারের কে প্রবর্তন করেন ??

উত্তর   স্কিনার

১৩৮)   মনোসামাজিক বিকাশ তত্ত্বের প্রবক্তা কে ?

উত্তর   এরিকসন

১৩৯)   Scert পুরো নাম কী ?

উত্তর   State Council of Educational Research and Training

১৪০)   প্রাচীন অনুবর্তন তত্বের প্রবক্তা কে?

উত্তর   প্যাভলভ

১৪১)    শিক্ষার উপদান কয়টি?

উত্তর   ৪ টি

১৪২)   শিক্ষাক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা কী?

উত্তর   সঠিক মূল্যায়ন ও পিছিয়এ পড়া শিক্ষার্থী দের এগোনোর জন্য

১৪৩)   “Classroom meeting Model” প্রবক্তা কে ??

উত্তর   গ্লেসার

১৪৪)   সৃজনশীলতা (Creativity)  এর সঙ্গে কোন চিন্তন সম্পর্কিত

(Divergent thinking)

১৪৫)   সক্রিয় অনুবর্তন বাদের জনক কে ?

উত্তর   স্কিনার

*১৪৬) বিদ্যালয়ে গ্রন্থাগারের প্রয়োজন আছে কী ? মতামত দিন…

উত্তর   জ্ঞানের চাহিদা অবসর  সময়যাপন.চারিত্রক বিকাশে.স-শিক্ষনের অভ্যাস গঠনে গ্রন্থাগারের প্রয়োজন।

১৪৮)   ওয়েনারের এট্রিবিউশন থিয়োরির কয়টি স্তর ?

উত্তর   ৪ টি

১৪৯) বিদ্যালয় হল সমাজের একটি ক্ষুদ্রসংস্কার -কার মতে ?

উত্তর—ফ্রয়েবেল

১৫০)   বর্তমানে মুলয়ান কয় মুখী প্রক্রিয়া ?

উত্তর   ত্রিমুখী প্রক্রিয়া।

পার্ট – ৭

১৫১) NCPCR er full name ki??

উত্তর   National commission for protection of child rights

১৫২)   Who is the father of genetic epistemology ?

উত্তর   পিয়াজেট

১৫৩) Project method এর উদ্ভব কে করেন ?

উত্তর   কিলপ্যাটিক

১৫৪)   একজন আদর্শ শিক্ষক কেমন হবেন বলে আপনি মনে করেন দু-তিনটি শব্দে বলুন।

উত্তর   সহানুভূতিশীল,সত্যবাদী,আদর্শবান ও গভীর ঞ্জানের অধিকারী ..

শিক্ষন – শিক্ষকের দ্বারা সম্পন্ন,,

শিখন – শিক্ষার্থীর দ্বারা সম্পন্ন,, যার দ্বারা আচরনের পরিবর্তন হয়

১৫৫) SSA এর পুরো নাম কি ?

সর্ব শিক্ষা অভিযান

১৫৬)   শিশুর প্রথম শিক্ষক ?।

উত্তর   মা

১৫৭)   RTE &RTI এর full form কী?

উত্তর   Right to education and Right to information

১৫৮)   মুদালিয়া কমিশন –

উত্তর   ১৯৫২-৫৩

১৫৯)   কিন্ডারগার্টেন  এর প্রবক্তা?

উত্তর   ফ্রয়েবেল

১৬০)   শ্রেণী কক্ষে চার্ট মডেল তথা শিক্ষার উপকরণের কী গুরুত আছে, কেন ?

উত্তর   আছে। তা দিয়ে শিক্ষার্থীরা আগ্রহী হয় । অন্যমনস্কতা কেটে যায় । বিষয়টি বুঝতে তাদের আরও সুবিধা হয়।

১৬১)   ‘এমিল’ গ্রন্থ টি কার লেখা?

উত্তর   রুশো

১৬২)   রেসপন্স দেখ আনন্দিত হলাম  ,প্রশ্ন হল  SR পদ্ধতির আবিষ্কর্তা কে  ??

উত্তর   স্কিনার

১৬৩)   NCF  পুরো নাম ?

উত্তর   National curriculam framework

১৬৪)   দু -জন প্রকৃতি বাদি শিক্ষা বিদের নাম করুন? তাদের লেখা একটি বইয়ের নাম কী?

উত্তর   ঐ গুলি ছাড়াও ব্রনফেনবেনাস ,ওয়াটসন, বান্ডুরা

১৬৫)   চাকিং  কি?

উত্তর   চাকিং হল একটি স্মৃতিসহায়ক পদ্ধতি যেখানে কয়েকটি বস্তুকে নিয়ে একটি দল গঠন করা হয় এবং সেই দলটি সেই বস্তুগুলিকে স্মরণে আনে।

১৬৬)   “আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদের জাতি দেবো” উক্তিটি কার

উত্তর   নেপোলিয়ান বোনাপার্ট

১৬৭)   ‘কাসা দাই বামবিনি’ কী?
উত্তর   ১৯০৭ সালে মাদাম মারিয়া মন্তেস্বরি অবহেলিত শিশুদের জন্য একটি শিশু শিক্ষালয় তৈরি করেন,এই শিক্ষালয়কে বলা হয় ‘কাসা দাই বামবিনি ‘বা’ শিশু শিক্ষা নিকেতন’।

প্রশ্নোত্তর সংগৃহীত হয়েছে টার্গেট বাংলা গ্রুপে মেম্বারদের করা আলোচনা থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *