বাংলা প্রশ্নোত্তর

নানা প্রশ্নে নানা উত্তরে কবি জীবনানন্দ দাশ

জীবনানন্দ দাশ বাংলা কাব্যসাহিত্যের এক অনন্য কবি ব্যক্তিত্ব। মূলত তিনি কবি। কিন্তু তাঁর কবি সত্তা ছাড়াও কথাকার ও প্রাবন্ধিক রূপটিও আমরা লক্ষ্য করে থাকি। নানা প্রশ্নে নানা উত্তরে কবি জীবনানন্দ দাশ আলোচনায় আমরা কবি ও তার কাব্য সম্পর্কে নানা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। ছাত্রছাত্রীরা উপকৃত হলে আমাদের এই উদ্যোগ সার্থক হবে।

এখানে কবি জীবনানন্দ দাশ সম্পর্কে আছে নানা প্রশ্নের সম্ভার। আছে সেইসব প্রশ্নের উত্তরও।

১) জীবনানন্দ দাশ কবে, কোথায় জন্মগ্রহণ করেন ?
উত্তর – ১৭ই ফেব্রুয়ারি, ১৮৯৯। বরিশালে।
২) তিনি কোন পত্রিকার কি কি বিভাগ সম্পাদনা করেন ?
উত্তর – দৈনিক স্বরাজ পত্রিকার “সাহিত্য বিভাগ”।
৩) তাঁর রচনায় কি কাব্যময় হয়ে উঠেছে ?
উত্তর – গ্রাম বাংলার ঐতিহ্যময় প্রকৃতি।
৪) তাঁর কবিতাকে “চিত্ররূপময় কবিতা” কে বলেছেন?
উত্তর – রবীন্দ্রনাথ ঠাকুর।
৫) তিনি কাকে বিবাহ করেন ?
উত্তর – লাবণ্য গুপ্তকে। (বা. ১৯৩০) ।
৬) তাঁর সন্তান কে কে ?
উত্তর – মঞ্জুশ্রী দাশ (জ. ১৯৩১) এবং সমরানন্দ দাশ (জ. ১৯৩৬) ।
৭) তিনি কত বছর ধরে কবিতা লিখেছেন ?
উত্তর – ২৬ (১৯২৭ – ১৯৫৩) বছর।
৮) তাঁর পিতা ও মাতার নাম কি ?
উত্তর – সর্বানন্দ দাশগুপ্ত ও কুসুমকুমারী দেবী।
৯) তাঁর প্রথম প্রকাশিত কবিতা কোনটি এবং সেটি কবে, কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তর – “বর্ষ আবাহন” । ১৩২৬ সনে বৈশাখ সংখ্যায় “ব্রহ্মবাদী” পত্রিকায়।
১০) তাঁর জীবদ্দশায় কয়টি কবিতা প্রকাশিত হয় ?
উত্তর – ২৬২টি। কিন্তু তিনি ৮৫০টিরও বেশি কবিতা লিখেছেন।
১১) তাঁর জীবদ্দশায় কয়টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ?
উত্তর – ৭ টি।
১২) তাঁর রচিত কবিতায় কী কী দীপ্যমান ?
উত্তর – আধুনিক নাগরিক জীবনের হতাশা, নিঃসঙ্গতা, বিষাদ ও সংশয়ের চিত্র।
১৩) জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ গুলির নাম বল ?
উত্তর – “ঝরাপালক” (১৯২৭) , “ধূসর পান্ডুলিপি” (১৯৩৬)” , “বনলতা সেন” (১৯৪২) , “মহাপৃথিবী” (১৯৪৪) , “সাতটি তারার তিমির” (১৯৪৮) , “রূপসী বাংলা” (১৯৫৭) , “বেলা অবেলা কালবেলা” (১৯৬১) ।
১৪) তাঁর লেখা একমাত্র প্রবন্ধগ্রন্থ কোনটি ?
উত্তর – “কবিতার কথা” (১৯৫৫) ।
১৫) জীবনানন্দ দাশকে কি কি বিশেষণে বিশেষায়িত করা হয় ?
উত্তর – ধূসরতার কবি, তিমির হননের কবি , নির্জনতার কবি, রূপসী বাংলার কবি।
১৬) তাঁর লেখা বিখ্যাত উপন্যাস গুলির নাম বল ?
উত্তর – “মাল্যবান” (১৯৭৩) , “সতীর্থ” (১৯৭৪) ।
১৭) সম্প্রতি খুঁজে পাওয়া তাঁর দুটি উপন্যাসের নাম বল ?
উত্তর – “কল্যাণী” (প্রকাশ : “দেশ পত্রিকা” , ১৯৯৯) এবং “চারজন” (২০০৪, সম্পাদক : ভূমেন্দ্র গুহ ও ফয়সাল শাহরিয়ার) ।
১৮) “বিপন্ন মানবতার নীলকণ্ঠ কবি” কাকে বলা হয় ?
উত্তর – জীবনানন্দ দাশকে ।
১৯) তাঁর লেখা প্রথম কাব্যগ্রন্থ কি ? সেটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর – “ঝরাপালক” , ১৯২৭।
২০) আধুনিক বাংলা কাব্যের ক্ষেত্রে “কল্লোল যুগের কবি” কাকে বলা হয় ?
উত্তর – জীবনানন্দ দাশকে।
২১) কবি জীবনানন্দ দাশের ওপর কোন বিদেশী গবেষক গবেষণা ররেন ?
উত্তর – ক্লিনটন বি সীলি।
২২) জীবনানন্দ দাশের লেখা শ্রেষ্ঠ কবিতা কোনটি ?
উত্তর – “বনলতা সেন” (১৯৪২) ।
২৩) “বনলতা সেন” কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ?
উত্তর – “বনলতা সেন” ।
২৪) “বনলতা সেন” কবিতায় বাংলাদেশের কোন জেলার কথা উল্লেখ আছে ?
উত্তর – “নাটোর” জেলার ।
২৫) “বনলতা সেন” কবিতাটির বিষয়বস্তু জীবনানন্দ দাশ কোথা থেকে সংগ্রহ করেন ?
উত্তর – এডগার এলান পো’র “টু হেলেন” কবিতাটি থেকে।
২৬) তাঁর অগ্রন্থিত কবিতাবলী নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলি কি কি ?
উত্তর – “সুদর্শনা” (১৯৭৩) , “আলো পৃথিবী” (১৯৮১) , “মনোবিহঙ্গম” , “হে প্রেম তোমার কথা ভেবে” (১৯৯৮) , “অপ্রকাশিত একান্ন” (১৯৯৯) এবং “আবছায়া” (২০০৪) ।
২৭) তাঁর কয়টি উপন্যাস প্রকাশিত হয়েছে ?
উত্তর – ১৪ টি।
২৮) তাঁর মৃত্যুর পরে প্রকাশিত অজস্র গল্প ও সংকলনের মধ্যে প্রথম সংকলনের নাম কি  ?
উত্তর – “জীবনানন্দ দাশের গল্প” (১৯৭২, সম্পাদনা : সুকুমার ঘোষ ও সুবিনয় মুস্তাফী) ।
২৯)”জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ গল্প” কবে প্রকাশিত হয়? এটি কে সম্পাদনা করেন ?
উত্তর – ১৯৮৯, আবদুল মান্নান সৈয়দ।
৩০) তাঁর অপ্রকাশিত গ্রন্থিত – অগ্রন্থিত সকল প্রবন্ধগ্রন্থ এক মলাটে আবদ্ধ করে কি নামে প্রকাশ করা হয়? এর সম্পাদক কে ছিলেন ?
উত্তর – “জীবনানন্দ দাশের প্রবন্ধ সমগ্র” । ফয়জুল লতিফ চৌধুরী।
৩১) তাঁর জন্ম শতবর্ষে আরও কিছু প্রবন্ধ – নিবন্ধ আবিষ্কৃত হয়ে কি নামে প্রকাশিত হয় এবং কত সালে ?
উত্তর – “জীবনানন্দ দাশের অগ্রন্থিত প্রবন্ধ সমগ্র” , ১৯৯৯।
৩২) “জীবনানন্দ দাশের পত্রাবলী” কবে প্রকাশিত হয় এবং কার সম্পাদনায় ?
উত্তর – ১৩৮৫ সনে, দীপেন্দুকুমার রায়।
৩৩) এর পরবর্তীকালে “জীবনানন্দ দাশের পত্রাবলী কে, কবে প্রকাশ করেন ?
উত্তর – আবদুল মান্নান সৈয়দ , ১৯৮৬।
৩৪) তাঁর “প্রকাশিত – অপ্রকাশিত পত্রাবলী” কবে প্রকাশিত হয় ?
উত্তর – ২০১৪।
৩৫) জীবনানন্দ দাশের “লিট্যারেরি নোটস” কার কাছে সংরক্ষিত আছে ?
উত্তর – গবেষক ভূমেন্দ্র গুহের কাছে।
৩৬) “লিট্যারেরি নোটস” (২০০৯) – এর খাতাগুলোর পৃষ্ঠা সংখ্যা ও শব্দ সংখ্যা কত ?
উত্তর – ৪২৭২ ও ৬৬২১৬০।
৩৭) “জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা” কবে প্রকাশিত হয় ? এটি কি ধরণের রচনা ?
উত্তর – 1954 , “কাব্যগ্রন্থ” ।
৩৮) তিনি কি কি পুরষ্কার ও স্বীকৃতি পেয়েছেন কোন কোন কাব্যগ্রন্থের জন্য ?
উত্তর – (ক) নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে ১৯৫২ সালে পরিবর্ধিত সিগনেট সংস্করণ “বনলতা সেন” কাব্যগ্রন্থটি বাংলা ১৩৫৯ সনের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ বিবেচনায় পুরস্কৃত হয়।
(খ) তাঁর মৃত্যুর পরে ১৯৫৫ সালের ফেব্রুয়ারি মাসে “জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা” (১৯৫৪) “সাহিত্য একাডেমী” পুরষ্কার লাভ করে।
৩৯) তিনি কত সালে এবং কোথায় মৃত্যুবরণ করেন ?
উত্তর – ২২শে অক্টোবর, ১৯৫৪। কলকাতায়।
৪০) তিনি কিভাবে মৃত্যুবরণ করেন ?
উত্তর – প্রথমে ট্রামের নীচে পড়ে আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *