অনুবাদ সাহিত্যবাংলা সাহিত্য

অনুবাদ সাহিত্যঃ রামায়ণ – কিছু প্রশ্নোত্তর

১. বাংলা সাহিত্যে প্রথম অনুবাদ রচনার কৃতিত্ব কার ? উ: কৃত্তিবাস ওঝা
২. কৃত্তিবাস ওঝার অনুদিত গ্রন্থটির নাম কী ? উ: শ্রীরাম পাঁচালী
৩. কৃত্তিবাস তাঁর কাব্যের কাহিনী কোথা থেকে গ্রহন করেছেন ?
উ: বাল্মীকি রামায়ণ, দেবী ভাগবত, স্কন্দ পুরাণ, পদ্মপুরান, মার্কন্ডেয় পুরাণ, প্রভূতি থকে
৪. কৃত্তিবাসের রামায়ণ কয়টি কান্ডে বিভক্ত ? উ: ৭ টি
৫. কৃত্তিবাসের পিতার নাম কী ? উ: বনমালী ওঝা
৬. কৃত্তিবাসের পুঁথি ছাপা হিসেবে প্রথম কোথা থেকে বের হয় ?
উ: শ্রীরামপুর মিশন থেকে কেরীর উদ্যোগে ১৮০২-‘৩ সালে
৭. মূল রামায়ণের রাম কৃত্তিবাসী রাময়ণে কীসে পরিণত হয়েছে ?
উ: ভক্তের ভগবানে
৮. কৃত্তিবাসের উল্লেখ আছে কোন বৈষ্ণবগ্রন্থে ?
উ: জয়ানন্দের চৈতন্যমঙ্গলে
৯. চৈতন্যপূর্বযুগের একজন রামায়ণ অনুবাদকের নাম কী ?
উ: কৃত্তিবাস ওঝা
১০. কৃত্তিবাসের কৌলিক পদবী কী ছিল ?
উ: মুখোপাধ্যায়
১১. মধুসূদন কৃত্তিবাস সম্পর্কে কী বলেছিলেন ?
উ: ‘ কৃত্তিবাস কীর্তিবাস কবি এ বঙ্গের অলংকার’
১২.হ্যালহেড তাঁর কোন বই তে কৃত্তিবাসের রামায়ণ থেকে উদাহরন নিয়েছেন ?
উ: ‘A Grammar of the Bengali Language’
১৩. কৃত্তিবাসের কাব্য কোন রসের কাব্য ?
উ: করুন রসের
১৪. কৃত্তিবাসের পরে কোন রামায়ণ জনপ্রিয় হয় ?
উ: অনন্তের ‘ অনন্ত রামায়ন’
১৫. চৈতন্য উত্তর যুগের রামায়ণের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি ?
উ: অদ্ভুতাচার্যের রামায়ণ
১৬. অদ্ভুতাচার্যের প্রকৃতনাম কী ?
উ: নিত্যানন্দ আচার্য
১৭. বাংলার প্রথম মহিলা কবির নাম কী ?
উ: চন্দ্রবতী
১৮. প্রথম বাঙালী রামচরিত কার কে ?
উ: অভিনন্দ
১৯. কার সম্পাদিত পুঁথিতে কৃত্তিবাসের আত্মবিবরনী পাওয়া যায় ?
উ: নলিনীকান্ত ভট্টশালী র
২০. কৃত্তিবাস ওঝা জন্মগ্রহন করেন ?
উ: ফুলিয়া গ্রামে
২১. কৃত্তিবাসের মায়ের নাম কী ?
উ: মালিনী
২২.কৃত্তিবাস ওঝা কবে জন্মগ্রহন করেন ?
উ:১৪৪৩ সালে,৬ ই জানুয়ারী.
২৩. বাল্মীকি রামায়ণের যে প্রসঙ্ক কৃত্তিবাসে নেই ?
উ: অম্বরীশ যজ্ঞ
২৪. বিশল্যকরণী আনতে যাবার সময় হনুমানের সঙ্গে যাঁর বিরোধ ঘটে ?
উ: কালনেমী
২৫. কৃত্তিবাসের আত্মবিবরণীর প্রথম যিনি সন্ধান পান ?
উ: হারাধন দত্ত

প্রশ্নোত্তর আলোচক – অমর পাঁজা, অ্যাডমিন, টার্গেট এসএসসি বাংলা