বাংলা প্রশ্নোত্তর

বাংলা প্র্যাক্টিস সেট [তৃতীয় পর্ব]

বিনামূল্যে অভিজ্ঞ বিশেষজ্ঞদের দ্বারা কৃত স্কুল সার্ভিস কমিশন, নেট, সেট, পিএসসি, ডব্লুবিসিএস সহ নানা পরীক্ষার বাংলা প্র্যাক্টিস সেট এই বিভাগে পাবেন।

১০১.বিদ্যাসাগরের প্রথম অমুদ্রিত গ্রন্থের নাম কি ?
উ:বাসুদেব চরিত

১০২.’ জীবনবেদ ‘ কার আত্মজীবনীমূলক রচনা ?
উ:কেশব চন্দ্র সেন

১০৩.বিদ্যাসাগরের দুই জীবনিকার কে কে ?
উ:বিহারীলাল সরকার ও চন্ডীচরন বন্দ্যোপাধ্যায়

১০৪.গিরিশ ঘোষ তার ‘ বুদ্ধদেব চরিত ‘ কাকে উৎসর্গ করেন ?
উ:এডুইন আরনল্ড

১০৫.নাটক কি ?
উ:দৃশ্যকাব্য

১০৬.নিখিল ব্যানার্জী কী জাতীয় বাদ্যযন্ত্র বাজাতেন?
উ:সেতার শিল্পী

১০৭.”থিসরাস”অভিধানের আবিষ্কর্তা কে?
উ:রজেট

১০৮.’লালকালো ‘ গ্রন্থের রচয়িতার নাম কী?
উ:গিরীন্দ্রশেখর বসু

১০৮.’গৌরদাস বাবাজীর ভিক্ষার ঝুলি ‘ কার লেখা?
উ:বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়,

১০৯.রামী চণ্ডিদাস কোন দেব দেবীর উপাসক ছিলেন?
উ:বাসুলী

১১০.রবীন্দ্রনাথের লেখা শ্রেষ্ঠ উপন্যাস কোনটি?
উ:গোরা

১১১.রবীন্দ্রনাথের কোন গ্রন্থে তাঁর গানগুলি সংকলিত?
উ:গীতবিতান

১১২.ও মুক্তি পেয়ে গেছে তাই হাসছে ” -বক্তা
উ: তথাগত

১১৩.আমার চশমা ? -বক্তা
উ:মোহন প্যেটেল

১১৪.ভূমিকম্প বিশেষজ্ঞ যিনি
উ:দেবেন্দূ রায়

১১৫. মেঘ বিশেষজ্ঞ –
উ: চিন্তামণি

১১৬.আবহাওয়া বিশেষজ্ঞ –
উ: মনি দত্ত

১১৭.মোহনা প্যাটেল –
উ:তরুণ সংবাদিক

১১৮.যাদু -বিশ্বাস বিষয়ে গল্প লিখেছেন –
উ: আর.এম.আর জেমস্ ও
রবার্ট লুই স্টিভেনসন

১১৯. তুমি একটি দিলিউশনে ভুগছ বক্তা উ:মোহন

১২০.সুন্দরবনের দিকে প্রচন্ড ঝড় হয়েছিলো যে বছর –
উ:১৯৮২

১২১.”অপয়া !” বললেন –
উ: টিকিট চেকার

১২২.”ওহে, দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে।
তুমি পরের কর্তা শুনে বার্তা ডাকছি হে তোমারে।।” ―কার বিখ্যাত বাউল গান?
উ:হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথ বা ফকির চাঁদ।

১২৩. IPA এর পুরো নাম কী?
উ:International phonetic alphabet

১২৪.”চন্দ্রাবতী” গীতিকার রচয়িতা কে?
উ:নয়নচাঁদ ঘোষ

১২৫.”মহুয়া” পালার রচয়িতা কে?
উ:দ্বিজ কানাই

১২৬.রবীন্দ্রনাথ কটি বাউল গান সংগ্রহ করেছেন?
উ:২৯৮ টি

১২৭.”পালামৌ” কে রচনা করেন ? এটি কী জাতীয় গ্রন্থ ?
উ:সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, ভ্রমণ মূলক

১২৯.”ঐমহামানব আসে ” গান টি কোন পুস্তিকার অন্তর্ভূক্ত ?
উ: “সভ্যতার সংকট ” (১৯৪১ ) , রবীন্দ্রনাথ ঠাকুরের সবর্শেষ গদ্য , এই পুস্তিকার অন্তর্ভূক্ত।

১৩০. “মুখের রেখা ” উপন্যাস টি কার ?
উ:সন্তোষ কুমার ঘোষ

১৩১. “আইসায়ার খেদ ” কোন গ্রন্থের অন্তর্ভূক্ত ?
উ:” সন্দীপের চর ” (১৯৪৭ ) গ্রন্থের অন্তর্ভূক্ত

১৩৫. “সপত্নী ” নাটক টি কোন নাটকের অনুকরণে রচিত?
উ:”কুলিন কুলুসর্বস্ব “নাটকের অনুকরণে রচিত

১৩৬.’পাগলা দাশু’ চরিত্রটির স্রষ্টা কে?
উ: সুকুমার রায়

১৩৭.মধুসূদনের ‘পদ্মাবতী’ কোন কাহিনি অবলম্বনে রচিত?
উ:গ্রীক পৌরাণিক কাহিনী, “Apple of Discord” অবলম্বনে

১৩৮.’কুন্তলীন’ পুরস্কার কে প্রবর্তন করেন?
উ:হেমেন্দ্রমোহন বসু

১৩৭.স্বাধীন ভারতের সংবিধান গ্রন্থটি কার চিত্রে ও নির্দেশে অলংকৃত হয়?
উ:নন্দলাল বসু

১৩৮.ব্যাকরণে নিভাষা শব্দটি কে প্রচলন করেন ?
উ:সুকুমার সেন

১৩৯.’ জীবনবেদ ‘ কার আত্মজীবনীমূলক রচনা ?
উ:কেশব চন্দ্র সেন

১৪০.বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাঁথা কোনটি?
উ:প্রভাবতী সম্ভাষণ

১৪১.” শুধু হেথা দুই তীরে, কেবা জানে —–
উ:নাম

১৪২.”রসকল্পবল্লী”কার লেখা?
উ:গোপাল দাস

১৪৩.”রূপ চাঁদ পক্ষী “কার ছদ্মনাম?
উ:শক্তি চট্টোপাধ্যায

১৪৪.”অবসন্ন মানুষের শরীরে দেখি”–
উ:ধুলোর কলঙ্ক

১৪৫.’সৎনাম’ কার লেখা নাটক ?
উ:গিরিশচন্দ্র ঘোষ

১৪৬.বঙ্গনারী কার ছদ্ম নাম?
উ:অমিয় চক্রবর্তী

১৪৭.গৌতম ঘোষ পরিচালিত “পদ্মানদীর মাঝি” সিনেমায় হোসেন মিয়া চরিত্রে অভিনয় করেন-
উ: উৎপল দত্ত

১৪৮.’ সে ‘ – নামক গল্পগ্রন্থ এবং উপন্যাসটি কার ?
উ:’সে ‘ গল্পগ্রন্থ – রবীন্দ্রনাথ ঠাকুর।

‘সে ‘ উপন্যাস – তারাশংকর বন্দোপাধ্যায়।
১৪৯.কোন কাব্যের ছন্দকে মালগাড়ির ছন্দ বলা হয় ?
উ:বৃত্রসংহার

১৫০.অন্নদামঙ্গল কাব্যের কটি অংশ ও কি কি ?
উ:৩টি অন্নদামঙগল, কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর,
অন্নপূর্ণা মঙগল বা মানসিংহ

One thought on “বাংলা প্র্যাক্টিস সেট [তৃতীয় পর্ব]

  • Avatar

    Apnader proyash khub sundar. Amader moto gramer cheleder jonno amriter moto. kenona amra gram theke kono bhalo shikkhoker poramorsho paiana…………….
    Ami bishoyer pdf download korte parchina. Doya poddhotita bolben.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *