কি ও কী –এর পার্থক্যঃ কোথায় কি, কোথায় কী ?
ছাত্রছাত্রী সহ অনেকের মধ্যেই একটা বিষয়ে সংশয় কাজ করে, তা হল – বাক্যে কোথায় ‘কি’ বসবে আর কোথায়ই বা ‘কী’ বসবে ? আমাদের আজকের আলোচনায় সেই সংশয় দূর করার প্রয়াস করা হয়েছে। কি ও কী –এর পার্থক্যঃ কোথায় কি, কোথায় কী ? শীর্ষক আলোচনা থেকে আশা করি পাঠক পাঠিকা উপকৃত হবেন।
কি ও কী –এর সাধারণ ধারণা
‘কি’ ও ‘কী’ শব্দ দুটি ভিন্ন। সহজেই দ্রষ্টব্য শব্দ দুটির একটিতে হ্রস্ব-ই এবং অন্যটিতে দীর্ঘ-ঈ যোগে গঠিত হয়েছে। তবে উচ্চারণগত মিল থাকায় এবং অনেকাংশে শব্দ দুটির প্রয়োগগত সুস্পষ্ট ধারণা না থাকায় আমাদের মনে সংশয় তৈরি হয় – কোথায় কি, আর কোথায় কী ?
আসলে দুটি শব্দই প্রশ্নবাচক। তবে উভয়ের ব্যবহারের ক্ষেত্রে ভিন্নতা আছে। কী রকম ভিন্নতা ?
যদি কোনো প্রশ্নের উত্তর কেবল ‘হ্যাঁ’ বা ‘না’ হয় তবে সেক্ষেত্রে ‘কি’ হবে। কিন্তু কোনো প্রশ্নের উত্তর যদি কোনো শব্দ যোগে ‘হ্যাঁ’ বা ‘না’ –এর পরিবর্তে দীর্ঘ হয় সেক্ষেত্রে ‘কী’ হবে।
কি বনাম কী
‘কি’ একটি প্রশ্নবাচক অব্যয়। কখনও কখনও এটি সংশয়সূচক অব্যয় হিসেবেও ব্যবহৃত হয়। যেমন – তুমি কি এখন যাবে ? (প্রশ্নসূচক অব্যয়), সে কি কাজটা করতে পারবে ! (সংশয়সূচক অব্যয়)।
অন্যদিকে ‘কী’ প্রশ্নসূচক সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়। কখনও বিস্ময়সূচক অব্যয় হিসেবেও পদটি ব্যবহৃত হয়ে থাকে। যেমন – সারাদিন তুমি আজ কী করলে ? (প্রশ্নসূচক সর্বনাম। পড়া, খেলা ইত্যাদি উত্তর হিসেবে আসতে পারে), কী ভয়ঙ্কর ব্যাপার ! (বিস্ময়সূচক অব্যয়)।
এক্ষেত্রে আরও কয়েকটি কথা মনে রাখা দরকার।
- কোনো বাক্যে বৈকল্পিক অর্থ প্রকাশ করতে ‘কি’ ব্যবহৃত হয়। যেমন সকালে কি বিকেলে যাব।
- তাইকি, বইকি জাতীয় শব্দে ‘কি’ বসে।
কি ও কী –এর ব্যবহার
অতএব, যখন কোনো প্রশ্নসূচক বাক্যের উত্তর এককথায় ‘হ্যাঁ’ বা ‘না’ তে সম্পন্ন হয় তখন ‘কি’ হয়। আর যখন প্রশ্নের উত্তরটি কেবল ‘হ্যাঁ’ বা ‘না’ তে দেওয়া সম্ভব হয় না তখন ‘কী’ হয়।
উদাহরণঃ
১. তুমি কি খেয়েছ ? (হ্যাঁ অথবা না)
কিন্তু
তুমি কী খেয়েছ ? (ভাত, রুটি, সবজি ইত্যাদি)
২. তুমি কি গান করবে ? (হ্যাঁ অথবা না)
কিন্তু
তুমি কী গান করবে (নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি)
৩. সে কি চাষ করেছে ? (হ্যাঁ অথবা না)
কিন্তু
সে কী চাষ করেছে ? (ধান, গম ইত্যাদি)
৪. তুমি কি পড়ছ ? (হ্যাঁ অথবা না)
কিন্তু
তুমি কী পড়ছ ? (বাংলা, ইংরেজি ইত্যাদি)
৫. রাজা কি শিকার করেছেন ? (হ্যাঁ অথবা না)
কিন্তু
রাজা কী শিকার করেছেন ? (বাঘ, হরিণ ইত্যাদি)