পাঁচমিশালী

Interview বাংলা প্রশ্নোত্তর

Interview for SLST – বাংলা বিষয়ের ইন্টারভইউ এর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ নিজ বিষয় সম্পর্কে জানা – বাংলা প্রশ্নোত্তর -এ আপনাকে জানতে হবে সাহিত্যের ইতিহাস থেকে ব্যাকরণ সব কিছুই। আমাদের এই আলোচনায় বাংলা বিষয় থেকে নানা প্রশ্নোত্তর যথাসম্ভব Interview উপযোগী করে আলোচনা করা হয়েছে – বাংলা প্রশ্নোত্তর। আশা করা যায়, পরীক্ষার্থীরা তাদের Interview এর প্রয়োজনীয় বাংলা প্রশ্নোত্তর এখান থেকে পাবেন। এই আলোচনা সমগ্র আলোচনার প্রথম পর্ব।

Interview বাংলা প্রশ্নোত্তর – উপপর্ব – ১

১] কপালকুন্ডলা অথবা মৃন্ময়ী কোনটিকে আপনি বাংলা সাহিত্যের পরিপূরক উপন্যাস বলবেন এবং কেন ?

মৃন্ময়ী। কারণ পরিপূরক উপন্যাস হল সেইসব স্বতন্ত্র উপন্যাস যা অন্য কোন উপন্যাসের শেষ অংশ নিয়ে রচিত হয়। ‘মৃন্ময়ী’ সেই শর্ত পূরণ করেছে।

২] বিদ্যালয়ের পাঠ্যসূচীতে Rapid Text এর প্রয়োজন কী ?

Rapid Text ছাত্রছাত্রীদের রস পিপাসাকে জাগিয়ে তুলতে পারে। সাহিত্যের প্রতি ভালোবাসা জন্মায়। নির্বাচিত পাঠ্যের বাইরে গিয়েও কিছু পড়ার প্রেরণা যোগায়। সব থেকে বড় কথা, ছাত্রছাত্রীদের অধিক জিজ্ঞাসা ও কৌতূহল চরিতার্থ করে তুলতে পারে এই Rapid Text।

৩] বিদ্যালয়ে মিড ডে মিলের কোন প্রয়োজন আছে বলে আপনি মনে করেন ?

হ্যাঁ আছে। কারণ এই প্রকল্প ছাত্রছাত্রীদের অনেকখানি বিদ্যালয়মুখী করেছে। তাছাড়া এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র ছাত্রছাত্রীদের অনেক উপকার হয়েছে।

৪] বিদ্যালয়ে মিড ডে মিলের কোন অসুবিধা আছে বলে আপনি মনে করেন ?

যদিও অনেক জায়গায় এখনও উপযুক্ত পরিকাঠামোর অভাব বা অন্যান্য সমস্যা আছে তবু সরকার তা সমাধান করতে সচেষ্ট। তাছাড়া, আমার মনে হয়, কোন বৃহৎ কাজ করতে গেলে নানা সমস্যা থাকেই। সেই সমস্যাগুলোকে যতটা সম্ভব এড়িয়ে গিয়ে আমাদের লক্ষ্যে স্থির থাকতে হবে।

৫] ব্যাকরণ পাঠদানে কোন সমস্যা থাকতে পারে ? সমস্যা থাকলে তার সমাধান কী বলুন।

হ্যাঁ স্যার। কিছু সমস্যা আছে। আমার মনে হয় সবার আগে আমাদের সংস্কৃত অনুসারে নয় বিশুদ্ধ বাংলায় বই রচনা করতে হবে। সংজ্ঞা থেকে শুরু না করে উদাহরণ দিয়ে পাঠ শুরু করতে হবে। ব্যাকরণ মানেই ছাত্রদের কাছে ভিয়ের ব্যাপার। তাই ব্যাকরণ বই এমনভাবে রচনা করতে হবে যাতে ছাত্ররা পড়তে আগ্রহী হয়। যদিও বর্তমানে এইভাবেই ব্যাকরণ বই রচনা শুরু হয়েছে। আমাদের এই ধারা বজায় রাখতে হবে এবং আরো উন্নতি করতে হবে।

৬] বিদ্যালয় স্তরে পর্যায়ক্রমিক পরীক্ষাগুলির সমর্থন করেন ? কেন ?

হ্যাঁ, সমর্থন করি। কারণ বিভিন্ন পর্যায়ে পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের সারা বছরই মূল্যায়নের আওতায় রাখা যায়। ছাত্রছাত্রীরা নিজেদের ভুলগুলি চিহ্নিত করতে পারে এবং ক্রমশ নিজেদের উন্নতি করতে পারে। শিক্ষক শিক্ষিকারাও তাদের ছাত্রছাত্রীদের ত্রুটি বুঝে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

Interview  বাংলা প্রশ্নোত্তর আরো আছে

৭] বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাজনের প্রয়োজনীয়তা কী ?

কোন কবি সাহিত্যিক এবং সমকালীন সমাজজীবনের ইতিহাস সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে কিংবা সাহিত্যের ইতিহাসের ধারাটি বুঝতে সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাজনের প্রয়োজন আছে।

৮] শিক্ষার্থীদের সরব পাঠ করানোর কোন উপকারিতা আছে ? যুক্তি দিন।

হ্যাঁ, উপকার অবশ্যই আছে। সরব পাঠের মাধ্যমে শিক্ষার্থী শব্দের সঠিক উচ্চারণ শিখতে পারে। তাদের পাঠে যদি কোন ত্রুটি থাকে তবে তা দূর করা সম্ভব হয়। ছাত্রছাত্রীদের বাচনভঙ্গী শেখানো যায় সরব পাঠের দ্বারা।

৯] বর্তমানে বিদ্যালয় পাঠ্যসূচীতে কিছু অনুবাদমূলক রচনা যুক্ত করা হয়েছে। ছাত্রদের অনুবাদ করা শেখাতে হলে আপনি কোন বিষয়ে নজর দেবেন ?

অনুবাদ শেখানোর আগে আমাকে বুঝতে হবে, উভয় ভাষায় ছাত্রছাত্রীদের প্রাথমিক বোধ কতখানি। কঠিন শব্দ ও তার অর্থ আমাকে বোর্ডে লিখে দিতে হবে। শব্দ, বাক্যাংশ ও বাক্য এই ধারায় তারা যাতে অনুবাদ করতে শেখে তা আমাকে দেখতে হবে।

১০] আপনার বিষয়ের পরীক্ষায় একজন প্রথম হয়েছে। দুইজন দ্বিতীয় হয়েছে। ‘দ্বিতীয়’টিকে আপনি কি বলবেন ?

পূরণবাচক বিশেষণ।

১১] ছাত্র ও ছাত্রী উভয়ের জন্য বিদ্যালয়ে কোন প্রকল্প চালু রয়েছে ?

সবুজ সাথী প্রকল্প, মিড ডে মিল প্রকল্প

Interview  বাংলা প্রশ্নোত্তর আরো আছে

১২] সাহিত্য কী ?

এই প্রশ্নের উত্তরে আমি শ্রদ্ধেয় শ্রীশচন্দ্র দাশ মহাশয়ের উক্তি তুলে ধরছি। কেননা সাহিত্য পাঠের পর আমারও তাই অনুভূতি যে, “নিজের কথা, পরের কথা বা বহির্জগতের কথা সাহিত্যিকের মনোবীণায় যে সুরে ঝংকৃত হয় তাদের শিল্পসম্মত প্রকাশই হল সাহিত্য”।

১৩] বিদ্যালয়ে পাঠদান ছাড়া আর কীভাবে আপনি ছাত্রছাত্রীদের সাহায্য করতে পারেন ?

বিদ্যালয়ে পাঠদান ছাড়া আমি ছাত্রছাত্রীদের আবৃত্তি শিখিয়ে কিংবা কম্পিউটার শিখিয়ে সাহায্য করতে পারব। [পরীক্ষার্থী নিজের দখল অনুসারে এই প্রশ্নের উত্তর ভিন্ন দিতে পারেন]

১৪] আবৃত্তি করার কোন উপকারীতা আছে বলে আপনি বিশ্বাস করেন ? যুক্তি দিন।

হ্যাঁ অবশ্যই আছে। আমার মনে হয়, আবৃত্তি কথন দক্ষতা বিকাশে অনেক সহায়ক। আবৃত্তি করতে হলে ছাত্রছাত্রীকে ছন্দ, যতি, ভাবের সঙ্গতি কিংবা কন্ঠস্বরের ওঠানামা সম্পর্কে বুঝতে হবে। ফলে এ ক্ষেত্রেও ছাত্রছাত্রীরা নতুন কিছু শিখতে পারে।

১৫] কিছু ছাত্র বা ছাত্রী প্রায়ই বিশৃঙ্খলা সৃষ্টি করে। আপনি তাদের কীভাবে সঠিক পথে নিয়ে আসবেন ?

প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যেই আছে কিছু আবেগ, কিছু অনুভূতি। তাদের সঠিক পথে আনতে হলে আমাকে প্রথমে তাদের সাথে একজন বন্ধুর মত মিশতে হবে। তাদের সমস্যাগুলি ঠিক কোথায় তা অনুধাবন করতে হবে। তারপর সেই সমস্যাগুলি দূর করতে হবে। প্রয়োজনে আমার শিক্ষাদানের পদ্ধতিতে বদল আনতেও হবে।

Interview বাংলা প্রশ্নোত্তর – উপপর্ব – ২

১৬] আপনি কোন ক্লাসের জন্য পরীক্ষার প্রশ্নপত্র তৈরী করছেন ? আপনি কোন কোন ধরনের প্রশ্ন রাখবেন ?

আমার প্রশ্নপত্রে চার ধরনের প্রশ্নই থাকবে। অর্থাৎ জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক।

১৭] বিদ্যালয়ে সরস্বতী পুজো সমর্থন করেন ?

আমার মতে এটি একটি বিতর্কমূলক প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমি দ্বিধাগ্রস্থ। কেননা, যেকোন পুজোর মধ্য দিয়ে ছাত্রছাত্রী তথা শিক্ষক শিক্ষিকাদের সম্পর্ক আরো দৃঢ় হতে পারে ঠিক আবার এই দাবীও ওঠা অন্যায় নয় যে, বিদ্যালয়ে যদি সরস্বতী পুজো হয় তবে নবী দিবস নয় কেন ? এভাবে যদি ভাবা হয় তাহলে অনেক পুজো বা দিবসের দাবী উঠতেই পারে। তাতে বিতর্ক বাড়বে। বিদ্যালয়ে শিক্ষাসুলভ পরিবেশ বিঘ্নিত হবে।

১৮] আপনার কোন সহকর্মী কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। আপনাকেও সেই দলভূক্ত করতে চান। এক্ষেত্রে আপনার করণীয় কী হবে ?

আমি বিদ্যালয়ে যুক্ত হয়েছি ছাত্রছাত্রীদের শিক্ষাদানের উদ্দেশ্য নিয়ে। আমার এক এবং একমাত্র কর্তব্য যথাযথ শিক্ষাদানের মধ্য দিয়ে অপাপবিদ্ধ ঐসব শিশুদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া। তাদের সঠিক পথ দেখানো। রাজনীতির সাথে যুক্ত হয়ে আমি আমার লক্ষ্য থেকে বা কর্তব্য থেকে সরে আসতে পারি না।

১৯] রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে শিক্ষাদানে কোন প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয় ?

সব ক্ষেত্রে তা হয় বলে মনে করিনা। কিন্তু আমি যদি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত থাকি তাহলে সংশ্লিষ্ট দলের প্রতি আমার দায়বদ্ধতা থেকে সেই রাজনৈতিক দলের নানা মিটিঙে কিংবা মিছিলে আমাকে সামিল হতে হবে। আর সেই দিনগুলি যদি শিক্ষাদিবসের অধীন হয় তাহলে আমার বিদ্যালয় বা ছাত্রছাত্রীরা তো বঞ্চিত হবেই।

২০] ক্লাসে ব্ল্যাকবোর্ড ব্যবহারের সময় আপনি কোন কোন সতর্কতা অবলম্বন করবেন ?

ব্ল্যাকবোর্ডে লেখার সময় আমাকে স্পষ্ট এবং সোজা লাইনে লিখতে হবে। অক্ষরগুলি যাতে ক্লাসে উপস্থিত সকল ছাত্রছাত্রী বুঝতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া বোর্ডে লেখার সময় বানানের ব্যাপারে আমাকে সচেতন থাকতে হবে।

Interview  বাংলা প্রশ্নোত্তর  আরো আছে

২১] ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণের কোন প্রয়োজন আছে ? যুক্তি দিন।

হ্যাঁ আছে। শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে ছাত্রছাত্রীদের জ্ঞানের পরিধি বাড়ে। অদেখাকে দেখার আনন্দ পায় তারা। একঘেয়ে পড়াশোনার মাঝে এই বৈচিত্র তাদের মনকে আরো সতেজ করে তোলে। ফলে তারা নতুন উদ্যম পেতে পারে পড়াশোনার প্রতি।

২২] পাঠ্যক্রমে পরিবর্তন আনার প্রয়োজন হয় কেন ?

আমরা যে সমাজে বাস করি সে সমাজ নিয়ত পরিবর্তনশীল। তার চাহিদা, তার লক্ষ্য ক্রমশ বদলাচ্ছে। প্রতিটি শিক্ষার্থী এই পরিবর্তনশীল সমাজের সদস্য। সেকারণে ছাত্রছাত্রীদের সমাজের সঙ্গে সঙ্গতি রেখে চাহিদা অনুসারে পাঠ্যক্রমে পরিবর্তন আবশ্যক হয়ে যায়।

২৩] বিদ্যালয় শিক্ষকদের প্রাইভেট টিউশন সমর্থন করেন ? যুক্তি দিন।

না করিনা। প্রাইভেট টিউশন করার আগে আমাকে ভাবতে হবে ‘আমি কেন পড়াব ? অর্থের জন্য নাকি ছাত্রদের নিঃস্বার্থ সাহায্যের জন্য ?’ প্রথম কারণটি গ্রহণযোগ্য হতে পারে না। কেননা আমি ইতিমধ্যেই সরকারের কাছে বেতন পাচ্ছি। আমার আর্থিক নিরাপত্তা আছে। কিন্তু যদি দ্বিতীয় কারণটি হয় তাহলে কোন শিক্ষক বিনা বেতনে কোন ছাত্রকে পড়ালে তা সমর্থন যোগ্য। নচেৎ নয়।

২৪] আপনি ক্লাসে কিছু পড়ালেন। কিন্তু আপনার ছাত্রছাত্রীরা সেই পাঠ কতখানি গ্রহণ করতে পারল তা বুঝবেন কীভাবে ?

আমি প্রথমে পড়াটি ভালো করে বুঝিয়ে দেব। তারপর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বুদ্ধিদীপ্ত প্রশ্ন করব। যদি তারা যথাযথ উত্তর দিতে পারে তাহলেই বুঝব যে তারা সেই পাঠ ঠিকভাবে গ্রহণ করতে পেরেছে।

২৫] যৌগিক বাক্যের নাম ‘যৌগিক’ কেন ?

‘যৌগিক’ শব্দের অর্থ হল যোগ হওয়া। এই বাক্যে দুই বা ততোধিক যে স্বাধীন, স্বতন্ত্র ও নিরপেক্ষ সরল বাক্য বা খন্ড বাক্য থাকে তাদের মধ্যে যোগ থাকে। তাই এই বাক্যের নাম যৌগিক বাক্য।

Interview বাংলা প্রশ্নোত্তর Model Questions – Edited by Nilratan Chatterjee, Editor of ‘SSC Target SLST Bangla’ from Progressive Publisher, Kolkata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *