বাংলা কবিগান – কিছু প্রশ্নোত্তর
কবিগান বাংলা সাহিত্যের অন্যতম একটি আলোচনা ক্ষেত্র। বিভিন্ন পর্যায় ধরে প্রশ্নোত্তর আকারে এই প্রচ্ছদে কবিগান সম্পর্কে নানা আলোচনা করা হয়েছে। বাংলা সাহিত্যের ছাত্রছাত্রীদের আশা করি অনেক কাজে লাগবে।
১) কবিগানে বিশেষ গৌরবের যুগ – ১৭৩০ – ১৮৩0 খ্রীস্টাব্দ।
২) কবিগানে পর্যায় সংখ্যা – চারটি ( বন্দনা , সখী সংবাদ , বিরহ ও খেউড় ) ।
৩) কবিগানের জন্মভূমি (ঈশ্বরগুপ্তের মতে ) – শান্তিপুর ।
৪) উল্লেখযোগ্য কবিয়াল হলেন – হরু ঠাকুর ।
৫) হরু ঠাকুরের প্রকৃত নাম – হরেকৃষ্ণ দিঘাড়ী ।
৬) অ্যান্টনি ফিরিঙ্গি বিখ্যাত – কবিগানের জন্য ।
৭) কবিগানের শ্রেণীনাম – তর্জা , টপ্পা , আখড়াই – হাফ আখড়াই ।
৮) টপ্পা গানের প্রবর্তক – রামনিধি গুপ্ত ( নিধুবাবু ) ।
৯) টপ্পা শব্দের অর্থ – লম্ফ ।
হাফ আখড়াই গানের জন্ম দেন – মোহনচাঁদ বসু ।
১০) জুড়ির গান পরবর্তন করেন – মদনমোহন চট্টোপাধ্যায়।
১১) যাত্রাপালার অনেক সংস্কার ঘটে – ঊনবিংশ শতাব্দীতে ।
১২) পক্ষীদলের গানের শ্রেষ্ঠ প্রতিনিধি – রূপচাঁদ ।
১৩) বিশ্ববিখ্যাত একজন ধ্রুপদ বাঙালী শিল্পী – পন্ডিত অজয় চক্রবর্তী ।
১৪) সংগীত সমাজের প্রথম প্রবর্তক – জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ।
১৫) অপেরা গানের প্রধান প্রচারক – মনমোহন বসু ।
১৬) ঠুংরি চর্চার কেন্দ্র হিসাবে বিখ্যাত – লক্ষ্ণৌ শহর ।
১৭) গৌরীপ্রসন্ন মজুমদারের একটি স্মরণীয় গান – আমার গানের স্মরলিপি ।
১৮) ‘ সংগীত ও চিত্রবিদ্যা ‘ প্রবন্ধটির রচয়িতা – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ।
১৯) কীর্তনের অঙ্গ সংখ্যা – পাঁচটি ( কথা , দোঁহা , আখর , তুক ও ছুট ) ।
২০) কীর্তনে রসের সন্ধান মেলে – চৌষট্টিটি ।
২১) কবিগানে তুকের সংখ্যা – তিনটি (ন , মহড়া , অন্তরা ) ।
২২) আধুনিক পাঁচালী গানের রূপকার – লক্ষীকান্ত বিশ্বাস ও গঙ্গানারায়ণ নস্কর ।
২৩) বাংলা ভাষায় সর্বপ্রথম ধ্রুপদ রচনা করেন – রামশংকর ভট্টাচার্য ।
২৪) টপ্পা গানের স্রষ্ঠা হলেন ,- শৌরী মিঁয়া ।
২৫) বাংলার কান্তকবি বলা হয় – রজনীকান্ত সেন কে ।
২৬) ব্রহ্ম সংগীতের প্রচলন হয় – রামমোহনের আমলে ।
২৭) টপ্পা গান হল – তালপ্রধান ।
২৮) কবিগানের আদিগুরু – গোঁজলা গুঁই ।
২৯) গোঁজলা গুঁই এর শিষ্য – রঘুনাথ দাস , লালু নন্দলাল , রামজীবন দাস ।
৩০) টপ্পা গান থেকে আধুনিক বাংলা সাহিত্যের যে ধারার সূত্রপাত তা হল – গীতিকবিতা ।
৩১) কবিয়ালদের মধ্যে সবচেয়ে খ্যাতি পান – ভবানী বেনে ।
৩২) উল্লেখযোগ্য কয়েকজন কবিয়াল – গোঁজলা গুঁই , ভবানী বেনে , কেষ্টা মুচি , হরু ঠাকুর , ভোলা ময়না , নিতাই বৈরাগী , এন্টনি ফিরিঙ্গি ।
৩৩) গোঁজলা গুঁই এর নাম সর্বপ্রথম উল্লেখ আছে – ঈশ্বর গুপ্তের ‘ সংবাদ প্রভাকর ‘ এ ।
৩৪) কবিয়ালদের আবির্ভাবকাল – বিদগ্ধ সমালোচকদের মতে , সপ্তদশ শতাব্দী কিন্তু এর বিকাশ ও পরিপুষ্টি অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে ।
৩৫) কবিগানে কাহিনীর মূল নির্ভর ছিল – দেব – দেবীর কাহিনী ।
চিত্রঃ আজকের পত্রিকা।