নানা প্রশ্ন নানা উত্তর
বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন ও উত্তর নিয়ে আমাদের পোস্ট – নানা প্রশ্ন নানা উত্তর থেকে পাঠক পাঠিকা বা ছাত্রছাত্রীরা কিছু সহায়ক তথ্য পেতে পারেন। তাদের কথা মাথায় রেখেই আমাদের এই উদ্যোগ। আশা করি ছাত্রছাত্রীদের কাজে লাগবে এই পোস্ট।
বাংলা সাহিত্যঃ নানা প্রশ্ন নানা উত্তর
১. ‘ উড়কি ধানের মুড়কি’ এই ছড়াকাব্যটির রচয়িতা?
উ: অন্নদাংশকর রায়
২. অচিন্ত্যকুমার সেনগুপ্তের কোন বইটি বাজোয়াপ্ত হয়েছিল?
উ: বিবাহের চেয়ে বড়ো
৩. রবীন্দ্রনাথের ‘ মুক্তধারা’ নাটকের প্রথম নাম কী ছিল?
উ: পথ
৪.স্বর্ণলতা উপন্যাসটির নাট্যরূপের নাম কী ?
উ: সরলা
৫.’হাজার চুরাশির মা’ বইটির লেখক কে?
উ: মহাশ্বেতা দেবী
৬. বিভূতিভূষন কোন উপন্যাসের জন্য রবীন্দ্রপুরস্কার পান?
উ: ইছামতী
৭. ‘সাধের আসন’ বিহারীলাল কাকে স্মরন করে লিখেছিলেন?
উ: কাদম্বরী দেবী
৮.’ বাংলার মিলটন’ কোন কবির উপাধি?
উ:হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
৯.’অমিত্রাক্ষর ছন্দ’ কে’অমিত্রাক্ষর পয়ার’ কে বলেছেন?
উ: রাজেন্দ্রলাল মিত্র
১০. বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস কোনটি?
উ: কল্পতরূ
১১. ‘মেঘনাদবধ কাব্য’ র প্যারডিটি কার লেখা?
উ: ছুচুন্দরী বধকাব্য, জগবন্ধু ভদ্র
১২. কোন কবি নিজেকে ‘ খোসালচন্দ্র বন্দীরাজ’ বলে পরিচয় দিতেন?
উ:হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৩. কোন কবি প্রথম গদ্যকবিতার সূচনা করেন?
উ: রাজকৃষ্ণ রায়
১৪.’ মেঘদূত ব্যাখ্যা’ র রচয়িতার কে?
উ:হরপ্রসাদ শাস্ত্রী
১৫.’ তিলোত্তমাসম্ভব কাব্য’ র চতুর্থ সর্গের নাম কী?
উ: বাসববিজয়
১৬. রঙ্গলাল কালিদাসের কোন কাব্যের অনুবাদ করেন?
উ: কুমারসম্ভব
১৭.’ বাংলার মোপাসাঁ’ নামে কে পরিচিত?
উ: প্রভাতকুমার মুখোপাধ্যায়
১৮. কে নিজেকে ‘I am a Brahmin Christian’ বলতেন?
উ:জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর
১৯.ঈশ্বরগুপ্তের মৃত্যুর পর ‘সংবাদ প্রভাকর’ র সম্পাদক কে হন?
উ: রামচন্দ্র গুপ্ত
২০.তারাশঙ্কর তাঁর ‘ কবি’ উপন্যাসটি কাকে উৎসর্গ করেন?
উ: মোহিতলাল মজুমদার কে