বাংলা প্রশ্নোত্তর

বাংলা নাটকে পাশ্চাত্য প্রভাব

যেকোনো সাহিত্যই নানা সময়ে কোনো না কোনো ভাবে প্রভাবিত হয়ে থাকে। কখনও কোনো সাহিত্যিক দ্বারা, কখনও বা সমাজ পরিবেশ, পরিস্থিতি দ্বারা। বাংলা নাটক পরিপূর্ণতা পেয়েছে পাশ্চাত্য নাটক দ্বারা প্রভাবিত হয়ে। এই পোস্টে আমরা নানা প্রশ্নোত্তর সহযোগে আলোচনা করেছি বাংলা নাটকে পাশ্চাত্য প্রভাব সম্পর্কে।

প্রশ্নোত্তর

১. মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটকের ১ ম দৃশ্যে শেক্সপীয়ারের কোন নাটকের প্রভাব পড়েছে ?
উত্তর : হ্যামলেট
২. মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটকে দেবযানী ও সখী পূর্ণিমার ছদ্মবেশ ধারণে শেক্সপীয়রের কোন নাটকের ছায়াপাত ঘটেছে ?
উত্তর : অ্যাজ ইউ লাইক ইট নাটকের রোজালিন্ড ও সিলিয়ার
৩. মধুসূদনের পদ্মাবতী নাটকের বিদূষক ‘মানবক’ চরিত্রে শেক্সপিয়ারের কোন চরিত্রের ছায়াপাত ঘটেছে ?
উত্তর : কিং হেনরি দি ফোর্থ নাটকের ফলস্টার ।
৪. কৃষ্ণকুমারী নাটকের ভীমসিংহ চরিত্রে শেক্সপিয়ারের কোন চরিত্রের ছায়াপাত ঘটেছে ?
উত্তর : কিং লিয়ার নাটকের লিয়ার
৫.মধুসূদনের পদ্মাবতী নাটকে কোন পুরাণের প্রভাব পরেছে ?
উত্তর : গ্রিক পুরাণ

৬. দীনবন্ধু মিত্রের লীলাবতী নাটকে ললিত ও ললিতার প্রণয়ে শেক্সিয়ারের কোন চরিত্রের প্রভাব পরেছে?
উত্তর : রোমিও ও জুলিয়েট
৭. দীনবন্ধু মিত্রের জামাই বারিক নাটকের সঙ্গে শেক্সপিয়ারের কোন নাটকের সাদৃশ্য মেলে?
উত্তর : দি টেমিং অব দি শ্রু
৮. দীনবন্ধু মিত্রের কমলেকামিনী নাটকের রাণী গান্ধারীর সঙ্গে কোন চরিত্রের সাদৃশ্য আছে ?
উত্তর : লেডি ম্যাকবেথ
৯. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অশ্রুমতীর নাটকের শেক্সপিয়ারের কোন নাটকের ছায়া ঘটেছে ?
উত্তর : ওথেলো
১০. উৎপল দত্ত কাকে শেক্সপিয়ারের যোগ্য ছাত্র বলে অভিহিত করেন?
উত্তর : গিরিশচন্দ্র ঘোষ

আরো তথ্য

১১. গিরিশচন্দ্র ঘোষের জনা নাটকে শেক্সপিয়ারের কোন নাটকের ছায়াপাত ঘটেছে ?
উত্তর : কিং রিচার্ড দ্য থার্ড
১২. ‘জনা’ নাটকের জনা চরিত্রে শেক্সপিয়ারের কোন চরিত্রের প্রভাব আছে ?
উত্তর : মার্গারেট
১৩. গিরিশ ঘোষের প্রফুল্ল নাটকের যোগেশের চরিত্রে শেক্সপিয়ারের কোন চরিত্রের ছায়াপাত ঘটেছে ?
উত্তর : ওথেলোর ক্যাসিও
১৪. দ্বিজেন্দ্রলাল রায়ের তারাবাঈ নাটকে শেক্সপিয়ারের কোন নাটকের ছায়াপাত ঘটেছে ?
উত্তর : ম্যাকবেথ
১৫. দ্বিজেন্দ্রলাল রায়ের নূরজাহান নাটকের নূরজাহান চরিত্রে শেক্সপিয়ারের কোন নাটকের প্রভাব পরেছে?
উত্তর : ক্লিওপেট্রা এবং লেডি ম্যাকবেথ
১৬. দ্বিজেন্দ্রলাল রায়ের সাজাহান নাটকে শেক্সপিয়ারের কোন নাটকের ছায়াপাত ঘটেছে ?
উত্তর : কিং লিয়র
১৭. অমৃত লাল বসুর আদর্শ বন্ধু নাটকে শেক্সপিয়ারের কোন নাটকের ছায়াপাত ঘটেছে ?
উত্তর : মেজার ফর মেজার
১৮. অমৃতলাল বসুর চোরের উপর বাটপাড়ি নাটকের কার কাহিনী অবলম্বনে রচিত ?
উত্তর : বোকাচ্চিও
১৯. “শেক্সপিয়ারের নাটক আমাদের কাছে বরাবর আদর্শ ” – রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকের ভূমিকায় এই মন্তব্যটি করেছেন ?
উত্তর : মালিনী
২০. রবীন্দ্রনাথের ‘রাজা ও রাণী ‘ নাটকের রাজা বিক্রমদেবের চরিত্রে শেক্সপিয়ারের কোন চরিত্রের ছায়াপাত ঘটেছে ?
উত্তর : অ্যান্টনী ক্লিওপেট্রা নাটকের অ্যান্টনীর

আরো দেখুন

২১. রবীন্দ্রনাথের বিসর্জন নাটকের রঘুপতির চরিত্রে শেক্সপিয়ারের কোন চরিত্রের ছায়াপাত ঘটেছে ?
উত্তর : ওথেলো নাটকের ইয়াগো
২২. রবীন্দ্রনাথের চিরকুমার সভা শেক্সপিয়ারের কোন কমেডির ছায়াপাত ঘটেছে ?
উত্তর : লাভ’স লেবার’স লস্ট
২৩. মন্মথ রায় কোন নাটকে শেক্সপিয়ারের কসমিক বিপর্যয় টেকনিক গ্রহণ করেছেন ?
উত্তর : ‘রঘু ডাকাত’ এবং ‘মহুয়া’ নাটকে ।
২৪. শেক্সপিয়ারের অনুসরণে ‘কলকাতার হ্যামলেট’ নাটকটি কে রচনা করেন?
উত্তর : অসিত বসু
২৫. বুদ্ধদেব বসু ‘কলকাতার ইলেকট্রা’ নাটকটি শেক্সপিয়ারের কোন নাটক অনুসরণে রচনা করেন?
উত্তর : হ্যামলেট
২৬. শেক্সপিয়ারের অনুসরণে কে ‘ম্যাকবেথ ৭২’ নাটকটি রচনা করেন?
উত্তর : শ্যামকান্ত দাস
২৭. উৎপল দত্তের ‘সীমান্ত’ নাটকটির সঙ্গে শেক্সপিয়ারের কোন নাটকের সাদৃশ্য আছে ?
উত্তর : কিং রিচার্ড দি থার্ড
২৮. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ‘হঠাৎ নবাব ‘ নাটকটি নাট্যকার মলিয়রের কোন নাটকের অনুসরণ করেছেন ?
উত্তর : দি সিট টার্ন্ড জেন্টলম্যান
২৯. মলিয়রের ‘ম্যারেজ ফোর্স’ নাটকের ‘দায়ে পড়ে দারগ্রহ’ নাটকটি কে রচনা করেন ?
উত্তর : জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
৩০. অমৃতলাল বসু ‘ব্যাপিকা বিদায় ‘ নাটকে দৃশ্য – অঙ্ক বিভাগ বর্জন করেছেন কোন নাট্যকারের প্রভবে?
উত্তর : ইবসেনের প্রভাবে

আরো দেখুন


৩১. গিরিশচন্দ্র ঘোষের ‘য্যায়সা কা ত্যায়সা ‘ প্রহসনে কোন পাশ্চাত্য নাটকেরপ্রভাব পরেছে ?
উত্তর : মলিয়রের ‘লাভ ইস দ্য বেস্ট ডক্টর’
৩২. ব্রেশটের নাটক Exception and Rule অনুসরণে ‘বিধি ও ব্যাতিক্রম’ নাটকটি কে রচনা করেন?
উত্তর : সৌমিত্র চট্টোপাধ্যায়
৩৩. উৎপল দত্ত তার ‘মা’ নাটকটি কোন নাটক অনুসরণে রচনা করেন?
উত্তর : ব্রেশটের ‘ডী মুট্টের’
৩৪. উৎপল দত্তের ‘সূর্যশিকার ‘ নাটকের সঙ্গে ব্রেশটের কোন নাটকের সাদৃশ্য আছে ?
উত্তর : গ্যালিলিও গ্যালিলাই
৩৫. উৎপল দত্তের ‘যুদ্ধং দেহি’ নাটকটি ব্রেশটের কোন নাটকের অনুসরণে রচিত ?
উত্তর : শোয়াইক ইন জুভাইটেন ভেল্ট ক্রীগ 

আলোচক – রথীন্দ্রচন্দ্র পাল, টার্গেট বাংলা