প্রশ্নোত্তরে লোকসাহিত্য
লোকসাহিত্য শুধু বাংলার নয়, যেকোন জাতিরই বিশেষ এক সম্পদ। নানা গবেষক এ নিয়ে আজও গবেষণা চালিয়ে যাচ্ছেন। বাংলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও পাঠ্য হিসেবে আছে এই লোকসাহিত্য। আমরা এই প্রচ্ছদে লোকসাহিত্যের উপর কিছু প্রশ্নোত্তর রেখেছি – প্রশ্নোত্তরে লোকসাহিত্য।
প্রশ্নোত্তরে লোকসাহিত্য
টার্গেট বাংলা ফেসবুক গ্রুপে আলোচিত লোকসাহিত্যের উপর উঠে আসা নানা প্রশ্নোত্তর পাবেন এখানে। মূলত টার্গেট বাংলার সদস্যদের করা প্রশ্ন এবং তাদের দেওয়া উত্তর। কোন প্রশ্নের উত্তর সঠিক কিনা তাঁর দায়িত্ব তাদেরই। এব্যাপারে টার্গেট বাংলা কর্তৃপক্ষ দায়বদ্ধ নয়।
১) FOLK LORE SOCIETY কাজ কি ?
উত্তর – লোক সাহিত্য চর্চা ও সংরক্ষণ
২) লোকসাহিত্য কি প্রধান ?
উত্তর – কমিউনিটি লাইফ প্রধান
৩) ভাদু কী ?
উত্তর – লোকগীতি, হুগলী জেলায় গীত হয়।
৪) “ট্যাবু” কথার অর্থ কি ?
উত্তর – নিষেধ
৫) “COMMUNAL HARMONY” কি ?
উত্তর – সাম্প্রদায়িক লোকাচার
৬) কীর্তন মোট রসের সংখ্যা কত ?
উত্তর – ৬৪
৭) মান্না দে প্রকৃত নাম কি ?
উত্তর – প্রবোধ চন্দ্র দে
৮) ছড়ার সূত্রপাত প্রথম কোন গ্রন্থে পাই ?
উত্তর – ইতিহাসমালা
৯) রবীন্দ্রনাথ ঠাকুরের লোকসাহিত্য চর্চার সূত্রপাত কোন পত্রিকায় থেকে ?
উত্তর – সাধনা
১০) ভাওয়াই কোন অঞ্চলে প্রচলিত ?
উত্তর – কামরূপী
১১) গম্ভীরা কি ?
উত্তর – শিবমাহাত্ম্য
১২) ঝুমুর কোথাকার লোকসংগীত ?
উত্তর – পুরুলিয়া দুই দিনাজপুর , বাঁকুড়া , ও সমগ্র ছোটনাগপুর
১৩) বাঊল – একতারা , ভাওয়াই =
উত্তর – বাও =ওয়া , বাতাসে ভেসে আসে
১৪) লোকগাথা কি ?
উত্তর – লোকসাহিত্যের অন্যতম বিভাগ
১৫) আব্বাসুদ্দিন কোন গানের সাথে যুক্ত ছিলেন
উত্তর – ভাওয়াই
১৬) প্রথম মোতিফ প্রস্তুতির কাজ কে শুরু করেন
উত্তর – থমসন
১৭) বাংলা লোকসাহিত্য কয় প্রকার ?
উত্তর – ৪ প্রকার
১৮) মুর্শিদা গানের সংগ্রাহক কে ?
উত্তর – জসিমুদ্দিন
১৯) নিধুবাবুর প্রকৃত নাম ?
উত্তর – রামনিধি গুপ্ত
২০) ভাটিয়ালি সুরে রবীন্দ্রনাথের গান ?
উত্তর – গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ
২১) টোটেম কি ?
উত্তর – কুলকেতু বা কুলচিহ্ন
২২) তুসু পূজা কোন মাসে হয় ?
উত্তর – পৌষ
২৩) ভাদু কোথাকার গান ?
উত্তর – পুরুলিয়া
২৪) বিবি মার “ গান বলতে কোন বিখ্যাত গান কে বোঝায় ?
উত্তর – ঝুমুর
২৫) পূর্ববঙ্গের প্রবাদ কি কি নামে পরিচিত ?
উত্তর – সিমাসা ও তমিসীল
পার্ট – ২
২৬) কবি গানের কয়টি পর্যায় ?
উত্তর – ৪ টি
২৭) আমি কোথায় পাবো তারে – গানটি কার লেখা ?
উত্তর – লালন ফকির
২৮) ভাসানী গান কি ?
উত্তর – দক্ষিণ বঙ্গের প্রচলিত লোকগীতি
২৯) কীর্তনের তাল কয়টি ?
উত্তর – শতাধিক
৩০) গম্ভীরা কি ?
উত্তর – লোকনাট্য মালদহ জেলায় প্রচলিত
৩১) একজন বিখ্যাত ঝুমুর শিল্পীর নাম কি ?
উত্তর – শালাবৎ মাহাত , মিহির লাল সিংহ দেও , কৃত্তিবাস কর্মকার
৩২) যাদুবিদ্যা সংগ্রাহক মতবাদের প্রবর্তক কে ?
উত্তর – জেমস্ জজ ফ্রেজার
৩৩) লোক সাহিত্যের ভাষা প্রবন্ধ কার লেখা ?
উত্তর – সুকুমার রায়
৩৪) ছড়া লোক সাহিত্যের প্রাণ”-বলা যায় কি ?
উত্তর – হ্যাঁ
৩৫) সুন্দরবনের ব্যাঘ্র দেবতা কী নামে পূজিত হন, ?
উত্তর – দক্ষিনারায়
৩৬) আলকাপ শব্দের অর্থ কী ?
উত্তর – “আল” শব্দের অর্থ “কাব্যের অংশ” এবং “কাপ” শব্দের অর্থ “কাব্য”।
রাজশাহী জেলার গান। এই গান পালাগানের একটা শাখা
৩৭) বাংলার ব্রত কার লেখা ?
উত্তর – অবনীন্দ্রনাথ ঠাকুর
৩৮) লোক সংস্কৃতির একটি প্রধান বৈশিষ্ঠ্য কি ?
উত্তর – পরম্পরাগত ভাবে বহন
৩৯) কত সালে ময়মনসিংহ গীতিকা কোথা থেকে প্রকাশিত হয়েছে
উত্তর – 1923-32কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে
৪০) “রাখে হরি মারে কে ?” যে বিষয়ক প্রবাদ ——- ?
উত্তর – দেবদেবী বিয়ষক
৪১) বাংলা টপ্পা গানের জনক কে ?
উত্তর – নিধুবাবু
৪২) প্রথম বাংলা ছড়া কোনটি ?
উত্তর – মাছ আনিলা ছয় গন্ডা
৪৩) ‘কালচার’ শব্দটি প্রথম কে কবে প্রয়োগ করেন——— ?
উত্তর – এডওয়ার্ড টাইলার ১৮৬৫
৪৪) বাংলা ধাঁধার প্রথম সংগ্রাহক কে ?
উত্তর – নবীনচন্দ্র দত্ত
৪৫) ‘ফোকলোর’ শব্দটি কবে কোথায় প্রথম প্রয়োগ হয় ?
উত্তর – ১৮৪৬ এ লন্ডনের ‘ এথেনিয়াম’ পত্রিকায়
৪৬) Folklore শব্দটি প্রথম ব্যবহার করে কে ?
উত্তর – উইলিয়াম জন থমসন
৪৭) থাকলে টাকা গাধাও রাজা – প্রবাদটি যে ভাষায় পাওয়া যায়
উত্তর – জাপান
৪৮) “ভাওয়াইয়া” গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তর – সুখবিলাস বর্মা
৪৯) ভাঁজো নাচ কী ?
উত্তর – মধ্যবঙ্গে প্রচলিত লোকনৃত্য
৫০) জাওয়া নাচ কী বিষয়ক ?
উত্তর – অবিবাহিত মেয়েরা স্নান করে ভিজে কাপড়ে ছোট শাল পাতার থালায় বীজগুলিকে বুনে দেন ও তাতে সিঁদুর ও কাজলের তিনটি দাগ টানা হয় তাকে জাওয়া বলে। করম উৎসবের সময় এই নাচ হয়
পার্ট – ৩
৫১) রূপকথা শব্দের ব্যাবহার প্রথম কে করেন ?
উত্তর – রাজেন্দ্রলাল মিত্র
৫২) ধাঁধাঁর দ্বিতীয় চরন কে কী বলা হয় ?
উত্তর – পূরনার্থ
৫৩) লোকসাহিত্য কার লেখা ?
উত্তর – রবীন্দ্রনাথ
৫৪) বাঘের ঘরে ঘোগের বাসা – কার লেখা ?
উত্তর – দীনেন্দ্রকুমার সরকার
৫৫) ভাদু ও টুসু কোন অঞ্চলের প্রচলিত লোকগান ?
উত্তর – রাঢ় বঙ্গ
৫৬) ছুটকি প্রবচন যে জেলায় প্রচলিত ?
উত্তর – ময়মনসিংহ
৫৭) মৈমনসিংহ গীতিকার সংকলক ও প্রকাশক কে কে ?
উত্তর – চন্দ্রকুমার দে, দীনেশ চন্দ্র সেন
৫৮) নীলের গাজন উপলক্ষে ‘অস্টক গান’ পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রচলিত আছে ?
উত্তর – মূলত মুর্শিদাবাদ
আবার বীভূমেও প্রচলন আছে
৫৯) আন্নাকালীর নামটির মধ্যে কি যাদু প্রচলিত ?
উত্তর – কালা যাদু
৬০) ক্রন্দন প্রাধান্য পেয়েছে কোন গানে..(সারি/জারি/ভাওয়ায়া/গম্ভীরা।)
উত্তর – জারি
৬১) কাওয়ালী ভারতের কোন অঞ্চলের লোকসংগীত ?
উত্তর – উত্তর ভারত
৬২) মহিষকুড়ায় যাবার গান…ছৌ/ইডলি/ভাওয়ায়া/ভাটিয়ালি
উত্তর – ৩
৬৩) Folklore’ কথাটি কে, কখন, কোথায় ব্যাবহার করেন ?
উত্তর – উইলিয়াম জন থমসন ১৮৪৬ সালে
৬৪) বঙ্গদেশে খেয়াল গানের চর্চা কে শুরু করেন ?
উত্তর – রঘুনাথ রায়
৬৫) টপ্পা গায়ক কালী মার্জার প্রকৃত নাম কী ?
উত্তর – কালীদাস চট্টোপাধ্যায়
৬৬) বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান /শিব ঠাকুরের বিয়ে হবে তিন কণ্যে দান/এক কন্যা রাধেন বাড়েন এক কন্যা খান/অন্য কন্য………বাপের বাড়ি যান(রাগ করে/অনুমতি নিয়ে/গাড়ি চড়ে/পায়ে হেটে)
উত্তর – গাড়ি চড়ে
৬৭) ঢপকীর্তনে ‘ঢপ’ শব্দের অর্থ কী ?
উত্তর – শুদ্ধ সৌষ্ঠবসম্পন্ন
৬৮) তিল ত্রিফলা শিমুল চালা কিসের সাথে যুক্ত ? ? ?
উত্তর – কালি তৈরি
৬৯) গম্ভীরা লোকনাট্য কোন জেলায় প্রচলিত ? মালদহ/মুর্শিদাবাদ/নদীয়া/কোচবিহার
উত্তর – মালদা
৭০) অভিজাত সংস্কৃতি কী ?
উত্তর – ব্যক্তি বীষেষ এর রচনা
৭১) ‘শিশু খেলার ছড়া’ প্রবন্ধটির রচয়িতা কে ?
উত্তর – নির্মলেন্দু ভৌমিক
৭২) ঝাপান ,ভাষান,রয়ানী কোথায় কোথায় প্রচলিত ?
উত্তর – ঝাঁপান-পশ্চিমবঙ্গ
ভাসান-পূর্ববঙ্গ
রয়ানি-উত্তরবঙ্গ
৭৩) ফেকলোর শব্দটি কে,কবে প্রথম ব্যাবহার করেন ? ?
উত্তর – ১৯৫০ রিচার্ডসন
৭৪) ছড়া লোক সাহিত্যের প্রাণ”-বলা যায় কি?
উত্তর – হ্যাঁ
৭৫) “রাখে হরি মারে কে?” যে বিষয়ক প্রবাদ ——-?
উত্তর – দেবদেবী বিয়ষক
পার্ট – ৪
৭৬) জারি , সারি , ভাটিয়ালি কোনটা একক সংগীত ?
উত্তর – ভাটিয়ালী
৭৭) জারি শব্দের অর্থ কি ?
উত্তর – ক্রন্দন
৭৮) “মা নাই যার , না নাই তার” – প্রবাদটি কোন বিষ্যের প্রতি ইঙ্গিত করে ?
উত্তর – মা না থাকলে কারো কোথাও আশ্রয় হয় না – এই ভাবটি এখানে মুখ্য
৭৯) রুপযাঁদ পক্ষী কার ছদ্মনাম ?
উত্তর – শক্তি চট্টপাধ্যায়
৮০) “Descriptive enthology of Bengal” এই লোক কথার সঙ্কলন কোন দেশের সরকার প্রকাশ করেন?
উত্তর – বাংলাদেশ সরকার
৮১) সুভাষান বলতে কি বোঝ?
উত্তর – খারাপ কোন কিছুকে ভালো শব্দের মাধ্যমে উপ্সথপন করা । সাপ কয়ে লতা বলা হয় ।
৮২) মোটিফ কি?
উত্তর – লোককাহিনীর মধ্যে চরিত্র ও ঘটনার সমধর্মিতার বিচার
৮৩) নানা দেশে নানা ভাষা
বিনে স্বদেশী ভাষা পুরে কী আশা – কার লেখা?
উত্তর – রামনিধি গুপ্ত
৮৪) লোকসাহিত্যের বিশিষ্ট চরিত্র লক্ষ্ণ কোন দুটি?
উত্তর – পরিবর্তন শীলতা এবং সংরক্ষণ
৮৫) লোকসাহিত্যের অধিকাংশ পদ্যের আকারে বা গানের আকারে লেখা হয় কেন?
উত্তর – লোক সাহিত্যের লিখিত রুপ সেই ভাবে পাওয়া যায় না ও লোক সাহিত্য মূলত মৌখিক , স্মৃতি ধার্য
৮৬) “আদ্যের গভীরা “ – কার লেখা ?
উত্তর – হরিদাস পালিত
৮৭) বুলা চৌধুরী কি খেলার সাথে যুক্ত?
উত্তর – সাঁতার
৮৮) বঙ্গলক্ষীর ব্রতকথা ?
উত্তর – রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
৮৯) লোকসাহিত্য কি ?
উত্তর – কোন জনগোষ্ঠীর পরম্পরাগত দীর্ঘ সময়কাল প্রবাহী সাহিত্য ঐতিহ্যের ধারা
৯০) তাল পড়লো বনে
শুনলো দুই জনে।
যে শুনলো সে আনলোনা
আনলো দুই জনে।
বলুন তো এই ধাঁধাটির মানে কি?
উত্তর কান এবং হাত
৯১) সুধীর কুমার করণ লোকসংকৃতিকে কি নাম দিয়েছেন????
উত্তর — সীমান্ত বাংলা লোকসংস্কৃতি।
৯২) লোকসংকৃতি আর কি কি নামে প্রচলিত ?
উত্তর — লোকযান, লোকচর্চা, প্রান্তীয় বাংলা লোকসংস্কৃতি।
৯৩) ছো– নৃত্য কী ? কোন অঞ্চলে প্রচলিত ?
উত্তর – মুখোশ পরিধানে অভিনব নৃত্য কৌশলিই হলো ছো- নৃত্য। পুরুলিয়া অঞ্চলে প্রচলিত।
৯৪) ‘প্রাচীন অরণ্য প্রবাদ’ এর স্রষ্টা হলেন ?
উত্তর লিফক
৯৫) ধাঁধার অন্য নাম হল ?
উত্তর হেঁয়ালি
৯৬) লোকসংস্কার ও লোকবিশ্বাস এর মধ্যে পার্থক্য কী ?
উত্তর রাস্তায় হাটার সময় বিড়াল গেলে আমরা থেমে যায়। এটাই লোকবিশ্বাস।আর এটাই যখন আমরা পালোন করি তখনি তা লোকসংস্কার হয়েযায়।
৯৭) লোক সাহিত্যের ‘লোক’ কথার মাধ্যমে কি বোঝানো হয়?
উত্তর নিবিড় সন্নিবিষ্ট, দীর্ঘ ঐতিহ্যশালী কোনো জনসমষ্টি।
৯৮) লোক সাহিত্যের প্রধান ধারা গুলো কি কি?
উত্তর ছড়া, ধাঁধাঁ,প্রবাদ, কথা
৯৯) লোকসাহিত্যের কোন বৈশিষ্ট্য মঙ্গলকাব্যে লক্ষিত হয়?
উত্তর – হেঁয়ালি বা ধাঁধার প্রয়োগ এবং বারমাস্যা বর্ণনা
১০০) কয়েকটি মেয়েলি ব্রতের নাম বলুন???
উত্তর এলাডিং বেলাডিং সইলো,আমপাতা জোড়া জোড়া জন্মাষ্টমী ব্রত, পুন্নিপুকুর ব্রত, ভাদুলি ব্রত
পার্ট – ৫
১০১) লোক সংস্কৃতির একটি প্রধান বৈশিষ্ঠ্য কি?
উ: নামহীনতা
১০২) লোকসাহিত্য কী?
উত্তর – সমষ্টি বিশেষের সৃষ্ট সাহিত্য
১০৩) খন কি?
উত্তর উত্তর ও দক্ষিণ দিনাজপুরে প্রচলিত লোকনৃত্য।
১০৪) অধিকাংশ ছড়ার মূল উদ্দেশ্য কি?
উ: শিশুর মনোরঞ্জন।