বাংলা প্রশ্নোত্তর

বাংলা প্র্যাক্টিস সেট [দ্বিতীয় পর্ব]

বিনামূল্যে অভিজ্ঞ বিশেষজ্ঞদের দ্বারা কৃত স্কুল সার্ভিস কমিশন, নেট, সেট, পিএসসি, ডব্লুবিসিএস সহ নানা পরীক্ষার বাংলা প্র্যাক্টিস সেট এই বিভাগে পাবেন।

৫১.জাগরী উপন্যাসের ইংরেজী অনুবাদের নাম কি?-
The Vigil-লীলা রায়

৫২.’তার শ্বশুর মরতে বসেছে’- কার শ্বশুর?-
বড়ো বউয়ের

৫৩.কারকের বাংলা প্রতিশব্দ পরিনমন কে রাখেন?-
রামমোহন রায়

৫৪.ট্রাজেডির কোন উপাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ?-
প্লট

৫৫.ইবলিশ ছদ্মনামে কে লিখতেন?-
সৈয়দ মুস্তফা সিরাজ

৫৬.বাংলা সাহিত্যের ডিকেন্স কাকে বলা হয়?-
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৫৭.রবীন্দ্রনাথের লেখা তিনসঙ্গীর গল্পগুলি কি কি?-
রবিবার,শেষকথা,ল্যাবরেটরি

৫৮.কোন কবি মনসার নাম জাঙ্গুলী বলেছেন?-
বিপ্রদাস পিপলাই

৫৯.’সারদামঙ্গল’ কোন পত্রিকায় প্রকাশিত হয়?-
আর্যদর্শন পত্রিকায়

৬০.কাকাবাবু চরিত্রের স্রষ্টা কে?-
সুনীল গঙ্গোপাধ্যায়

৬১.কোন কবির মানস প্রিয়া নীরা?-
সুনীল গঙ্গোপাধ্যায়

৬২.রবীন্দ্রনাথের ফাল্গুনী নাটক কোন পত্রিকায় প্রকাশিত হয়?-
সবুজপত্র

৬৩.’কবির প্রধান গুন সৃষ্টি ক্ষমতা’-কার উক্তি?-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৬৪.শৈলজানন্দের আসল নাম কি?-
শ্যামলানন্দ

৬৫.অচিন্তকুমার সেনগুপ্ত কোন গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পান?-
‘উত্তরায়ণ’

৬৬.’বনে পাহাড়ে’ কার লেখা কি জাতীয় গ্রন্থ?কোন পত্রিকায় প্রকাশিত হয়?-
বিভুতিভুষন বন্দ্যোপাধ্যায়ের ভ্রমণকাহিনী মূলক রচনা,মৌচাক পত্রিকায় প্রকাশিত হয়

৬৭.কর্তার ভুত কোন গ্রন্থ থেকে নেওয়া?-
লিপিকা

৬৮.’একটি চিঠি’-কার লেখা কোন প্রথম রচনা?কোন পত্রিকায় প্রকাশিত হয়?-
সুনীল গঙ্গোপাধ্যায়ের,দেশ পত্রিকায় প্রকাশিত

৬৯.’প্রাণের প্রহরী ‘ কাব্য নাটকটি কার লেখা?-
সুনীল গঙ্গোপাধ্যায়

৭০.’গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে’-এর জটিল রূপ কি?-
যে বাতাস হু হু করে ধুলো উড়িয়ে ছুটে যাচ্ছে সেটা গরম

৭১.সুনীল গঙ্গোপাধ্যায় কোন উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান?-
‘সেই সময়’

৭২.কত বছর বয়সে সুনীল গঙ্গোপাধ্যায় কৃত্তিবাস পত্রিকার সম্পাদক হন?-
১৯ বছর বয়সে।

৭৩.কবিকর্নপুর রচিত ‘চৈতন্যচন্দ্রোদয়’ নাটকটি কার,কোন নাটকের আদর্শে রচিত?
নাট্যকার কৃষ্ণ মিশ্র এর ‘প্রবোধচন্দ্রোদয়’ নাটকের আদর্শে।

৭৪.জয়ানন্দের চৈতন্যমঙ্গল কবে,কোথা থেকে প্রকাশিত হয়?
সাহিত্য পরিষদ(১৬১২)

৭৫.গোবিন্দদাসের কড়চার দ্বিতীয় সংস্করণ কার সম্পাদনায় প্রকাশিত হয়?
দীনেশচন্দ্র সেন

৭৬.অদ্বৈতপ্রকাশ- বইটির রচয়িতা কে?
চূড়ামণি দাস

৭৭.’চৈতন্যভাগবতের নাম চৈতন্যমঙ্গল ছিল/বৃন্দাবনের মহন্তেরা ভাগবত আখ্যা দিল,!! –এই মন্তব্যটি কোন গ্রন্থে পাওয়া যায়?
‘প্রেমভক্তি বিলাস’

৭৮.কোন গ্রন্থে বৃন্দাবন দাসকে ‘বেদব্যাস ‘ বলা হয়েছে?
‘গৌরগণোদ্দেশদীপিকা’

৭৯.কে চৈতন্যের নাম বিশ্বম্ভর রেখেছিল?
নীলাম্বর চক্রবর্তী

৮০.কে প্রথম চৈতন্যকে ঈশ্বর বলে ঘোষণা করেছিলেন?
অদ্বৈত আচার্য

৮১.কোন বাঙালী প্রথম চৈতন্যের শিষ্যত্ব গ্রহন করেছিলেন?
তপন মিশ্র

৮২.নিমাই -এর সন্ন্যাস গ্রহনের জন্য শচীমাতা কাকে দায়ী করেছিলেন?
অদ্বৈত আচার্যকে

৮৩.পারিজাতগুচ্ছ, গোলাপগুচ্ছ, অপূর্ব বীরাঙ্গনা, অপূর্ব ব্রজঙ্গনা – কাব্যগুলির রচয়িতা কে ?
উ: দেবেনন্দ্রনাথ সেন

৮৪.ধর্মমঙ্গল কাব্যের কটি কাহিনী ও কি কি ?
উ: ২টি। রাজা হরিশচন্দ্রের কাহিনী ও লাউ সেনের কাহিনী

৮৫.বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
উ:হেমাঙ্গিনী দেবী

৮৬.অ্যাবং, প্রস্থিতি, গুনো, ষুলো – ব্যাকরণ শব্দগুলি কিসের উদাহরণ ?
উ:নিভাষা

৮৭.বাংলায় প্রথম শিশু পত্রিকার নাম কি?
উ:বালক বন্ধু

৮৮.কে ‘মধুকণ্ঠ’ নামে পরিচিত ?
উ:দ্বিজ হরিচরণ

৮৯.’বৃন্দাবনমহিমামৃত’ কার নামে প্রচলিত একটি গ্রন্থ ?
উ:প্রবোধানন্দ সরস্বতী

৯০.”আমি তা পারিনা”–এখানে আমি কে?
উ: কবি নিজে।

৯১.’ঘোগলা চন্দ্র বন্দীয়য়ান’ কার ছদ্মনাম?
উ:হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

৯২.’ খেয়া ‘ কবিতাটি ‘ চৈতালি ‘ কাব্যগ্রন্থের কতসংখ্যক কবিতা?
উ:১৯ সংখ্যক

৯৩.কুসুমের মাসের কবি – কাকে বলা হয় ?
উ:অজিত দত্ত

৯৪.গিরীন্দ্রমোহিনী দাসীর “অশ্রুকণা” কাব্যর সাথে রবীন্দ্রনাথের কোন কাবের মিল রয়েছে?
উ:শিশু

৯৫.মন্টু চরিত্রটি কার সৃষ্টি?
উ:শিবরাম চক্রবর্তী

৯৬.” ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। ” – এটি কার উক্তি?
উ:মোল্লা

৯৭.’ খেয়া ‘ কবিতায় কোন্ নদীর প্রসঙ্গ আছে?
উ:নাগর নদী

৯৮.সত্যেন্দ্রনাথ দত্তকে ‘ Fancy Imagination ‘ বলে কে অভিহিত করেন?
উ:শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়

৯৯.সত্যেন্দ্রনাথ দত্ত কোন জাপানী ছন্দে কবিতা লিখেন ?
উ:তানকা

১০০.কোন দুটি ধর্মের মিশ্রনে নাথ ধর্মের উৎপত্তি ?
উ:বৌদ্ধধর্ম ও শৈবধর্ম

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *