শৈলীবিজ্ঞান – কিছু প্রশ্নোত্তর
শৈলীবিজ্ঞান – সাহিত্যক্ষেত্রে বর্তমানে একটি বিশেষ অধ্যায়। শৈলীর ইংরেজি প্রতিশব্দ style । আমাদের এই প্রচ্ছদে শৈলীবিজ্ঞান তথা ইংরেজি style সম্পর্কে নানা প্রশ্নোত্তর আলোচিত হয়েছে।
১) ইংরেজী ‘style’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
ক] গ্রীক খ] লাতিন গ] জার্মান ঘ] ফরাসী
উঃ খ
২) রীতির বর্তমান বাংলা পারিভাষিক শব্দ কি ?
ক] আত্মা খ] বৈশিষ্ট্য গ] শৈলী ঘ] মার্গ
উঃ গ
৩) ‘শব্দার্থসাহিতৌকাব্যম্’ গ্রন্থটির রচয়িতা –
ক] ভামহ খ] কুন্তক গ] রাজশেখর ঘ] আনন্দ বর্ধন
উঃ ক
৪) রীতি হল কাব্যের আত্মা – কে বলেছেন ?
ক] ভামহ খ] কুন্তক গ] আনন্দ বর্ধন ঘ] বৈদর্ভী
উঃ ঘ
৫) রুদ্রটের মতে রীতি কী ?
ক] সমাসবতী বৃত্তি খ] চিন্তন গ] মনন ঘ] বর্ণন
উঃ ক
৬) কাব্যমিমাংসা’ কার লেখা ?
ক] ভামহ খ] কুন্তক গ] রাজশেখর ঘ] আনন্দ বর্ধন
উঃ গ
৭) রাজশেখর তাঁর ‘কাব্যমিমাংসা’য় ‘পাঁক’ বলতে কী বুঝিয়েছেন ?
ক] শব্দ নৈপুণ্য খ] ভাষা নৈপুণ্য গ] বর্ণনা ঘ] বিশ্লেষণ
উঃ খ
৮) ‘বক্রোক্তি জীবিত’ কার লেখা ?
ক] কুন্তক খ] ভামহ গ] রাজশেখর ঘ] বাণভট্ট
উঃ ক
৯) অ্যারিস্টটলের মতে শৈলী কয় প্রকার ?
ক] পাঁচ খ] চার গ] তিন ঘ] ছয়
উঃ গ
১০) অ্যারিস্টটলের ‘রিটোরিখ’ গ্রন্থে উল্লেখিত কোনটি শৈলীর একটি শ্রেণী নয় –
ক] সমুচ্চ খ] মধ্যম গ] নিম্ন ঘ] অতি উচ্চ
উঃ ঘ