পাঁচমিশালী

সাহিত্যিকদের ছদ্মনাম

সাহিত্যিকদের ছদ্মনাম – এই পোস্টে বর্ণানুক্রমিক বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য বিভিন্ন কবি সাহিত্যিকদের সময়কাল অর্থাৎ জন্ম, মৃত্যু এবং তাঁদের ছদ্মনাম পরিবেশিত হয়েছে। আগ্রহী পাঠক পাঠিকা এই পোস্ট থেকে নানা তথ্য পাবেন এবং উপকৃত হবেন আশা করা যায়।

সাহিত্যিকদের ছদ্মনাম

  • অক্ষয় কুমার দত্ত (১৮২০ – ১৮৮৬) – অনঙ্গমোহন
  • অচিন্ত্য কুমার সেনগুপ্ত (১৯০৩ – ১৯৭৬) – নীহারিকা দেবী
  • অজিত কুমার দত্ত (১৯০৭ – ১৯৭৯) – রৈবতক
  • অন্নদাশঙ্কর রায় (১৯০৪ – ২০০২) – লীলাময় রায়
  • অবনীন্দ্রনাথ ঠাকুর (১৮৭১ – ১৯৫১) – রসুল আলী
  • ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (১৮৪৯ – ১৯১১) – পঞ্চানন্দ
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০ – ১৮৯১) – কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য
  • কালিদাস রায় (১৮৮৯ – ১৯৭৫) – বেতালভট্ট
  • কালীপ্রসন্ন সিংহ (১৮৪০ – ১৮৭০) – হুতোম প্যাঁচা
  • কুমুদরঞ্জন মল্লিক (১৮৮৩ – ১৯৭০) – ওমর খৈয়াম, কপিঞ্জল
  • গজেন্দ্রকুমার মিত্র (১৯০৮ – ১৯৯৪) – অঞ্জলি দেবী
  • গিরিশচন্দ্র ঘোষ (১৮৪৪ – ১৯১২) – মুকুটাচরণ মিত্র, রামতারণ সান্যাল
  • গৌরকিশোর ঘোষ (১৯২৩ – ২০০০) – রূপদর্শী
  • চারুচন্দ্র চক্রবর্তী (১৯০২ – ১৯৮১) – জরাসন্ধ
  • তারকনাথ গঙ্গোপাধ্যায় (১৮৪৩ – ১৮৯১) – নারায়ন গঙ্গোপাধ্যায়
  • তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৮৯৮ – ১৯৭১) – কামন্দক
  • দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার (১৮৭৭ – ১৯৫৭) – শ্রী কাব্যনন্দ
  • দীনবন্ধু মিত্র (১৮৩০ – ১৮৭৩) – কেনাচিৎ পথিকেনাভিপ্রণীতম
  • দেবেশ রায় (১৯৩৬ – ২০২০) – বেদুঈন
  • ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় (১৮৯৪ – ১৯৬১) – যুধিষ্ঠির দাস

আরও দেখুন

  • নজরুল ইসলাম (১৮৯৯ – ১৯৭৬) – ব্যাঙাচি
  • নারায়ন সান্যাল (১৯২৪ – ২০০৫) – সুনন্দ
  • নীরদচন্দ্র চৌধুরী (১৮৯৭ – ১৯৯৯) – বলাহক নন্দী
  • পূর্ণেন্দু পত্রী (১৯৩১ – ১৯৯৭)- সমুদ্রগুপ্ত
  • প্যারীচাঁদ মিত্র (১৮১৪ – ১৮৮৩) – টেকচাঁদ ঠাকুর
  • প্রবোধকুমার সান্যাল (১৯০৫ – ১৯৮৩) – মাধুরী দেবী
  • প্রভাতকুমার মুখোপাধ্যায় (১৮৭৩ – ১৯৩২) রাধামনি দেবী
  • প্রমথ চৌধুরী (১৮৬৮ – ১৯৪৬) বীরবল
  • প্রমথনাথ বিশী (১৯০১ – ১৯৮৫) – প্র. না. বি., জুনিয়র কমলাকান্ত
  • প্রেমেন্দ্র মিত্র (১৯০৪ – ১৯৮৮) কৃত্তিবাস ভদ্র
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮ – ১৮৯৪) – কমলাকান্ত
  • বলাইচাঁদ মুখোপাধ্যায় (১৮৯৯ – ১৯৭৯) – বনফুল
  • বিভূতিভূষণ মুখোপাধ্যায় (১৮৯৪ – ১৯৮৭) – কশ্চিৎ প্রৌঢ়
  • বিমল কর ( ১৯২১ – ২০০৩) – বিদুর, হর্ষদেব
  • বুদ্ধদেব বসু (১৯০৮ – ১৯৭৪) – বিপ্রদাস মিত্র
  • মনীশ ঘটক (১৯০২ – ১৯৭৯) – যুবনাশ্ব
  • মতি নন্দী (১৯৩১ – ২০১০) – কালকেতু
  • মহাশ্বেতা দেবী (১৯২৬ – ২০১৬) – সুমিত্রা দেবী।
  • মধুসূদন দত্ত (১৮২৪ – ১৮৭৩) – Timothy pen poem
  • মোহিতলাল মজুমদার (১৮৮৮ – ১৯৫২) – সত্যসুন্দর দাস, শ্রীমধুব্রত
  • যতীন্দ্রনাথ সেনগুপ্ত (১৮৮৭ – ১৯৫৪) – শ্রী বিপ্রতীপ গুপ্ত, দেশপ্রিয়
  • রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় (১৮২৭ – ১৮৮৭) – র. ল. ব.

আরও দেখুন

  • রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১ – ১৯৪১) – ভানুসিংহ, আন্নাকালী পাকড়াশী
  • রমাপদ চৌধুরী (১৯২২ – ২০১৮) – পত্রনবীশ, রূপচাঁদ
  • রাজশেখর বসু (১৮৮০ – ১৯৬০) পরশুরাম
  • রামমোহন রায় (১৭৭৪ – ১৮৩৩), রামচন্দ্র শর্ম্মা, শিবপ্রসাদ রায়
  • শক্তি চট্টোপাধ্যায় (১৯৩৩ – ১৯৯৫) – অভিনব গুপ্ত, রূপচাঁদ পক্ষী
  • শঙ্খ ঘোষ (১৯৩২ – ২০২১) – কুন্তক, শুভময় রায়
  • শম্ভু মিত্র (১৯১৫ – ১৯৯৭) – শ্রী সঞ্জীব
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬ – ১৯৩৮) – অনিলা দেবী
  • শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (১৮৯৯ – ১৯৭০) – চন্দ্রহাঁস
  • সজনীকান্ত দাস (১৯০০ – ১৯৬২) – ভাবকুমার প্রধান
  • সঞ্জীব চট্টোপাধ্যায় (১৯৩৫ – ) – সঞ্জয়
  • সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৪ – ১৮৮৯) প্রমথ নাথ বসু
  • সতেন্দ্রনাথ দত্ত (১৮৮২ – ১৯২২) – নবকুমার কবিরত্ন
  • সন্তোষ কুমার ঘোষ (১৯২০ – ১৯৮৫) – উত্তম পুরুষ
  • সমরেশ বসু (১৯২৪ – ১৯৮৮) – ভ্রমর, কালকূট
  • সমরেশ মজুমদার (১৯৪২ – ২০২৩) – যীশু দাশগুপ্ত
  • সুবোধ ঘোষ (১৯০৯ – ১৯৮০) – কালপুরুষ, সুপান্থ
  • সুনীল গঙ্গোপাধ্যায় (১৯৩৪ – ২০১২) – সনাতন পাঠক, নীল উপাধ্যায়, নীললোহিত
  • সুভাষ মুখোপাধ্যায় (১৯১৯ – ২০০৩) – ঢোলগোবিন্দ
  • সৈয়দ মুস্তবা আলী (১৯০৪ – ১৯৭৪) – ওমর খৈয়াম, সত্যপীর, মুসাফির
  • হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় (১৮৩৮ – ১৯০৩) – ঘোগলাচন্দ্র বন্দীয়ান

Updated on 12.05.2023

One thought on “সাহিত্যিকদের ছদ্মনাম

  • Avatar

    অসাধারণ তথ্য সমৃদ্ধ প্রাঞ্জল লেখা। অসংখ্য ধন্যবাদ।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *