সুনীল গঙ্গোপাধ্যায়
আধুনিক বাংলা সাহিত্যের একজন দিকপাল ব্যক্তিত্ব সুনীল গঙ্গোপাধ্যায় (৭ সেপ্টেম্বর, ১৯৩৪ – ২৩ অক্টোবর , ২০১২)। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক এবং সাময়িক পত্রিকার কর্ণধার সহ নানা বিষয়ে দক্ষ এক ব্যক্তিত্ব। আধুনিক বাংলা কবিতার ধারায় জীবনানন্দ দাশ পরবর্তী এক শক্তিমান কবি সুনীল গঙ্গোপাধ্যায়।
সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার মদিনাপুরে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা সপরিবারে কলকাতায় চলে আসেন যখন তাঁর বয়স মাত্র ৪ বছর। কলকাতাতেই তার শিক্ষা জীবন শুরু । তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা নিয়ে এম. এ পাশ করেন ১৯৫৪ সালে।
ছাত্র অবস্থাতেই তাঁর সাহিত্য চর্চার সূত্রপাত । সুনীল যাতে দুপুর বেলা বাড়ির বাইরে না যায় তার জন্য তাঁর বাবা তাকে প্রতিদিন টেনিসনের দুটি করে কবিতা অনুবাদ করতে দিতেন। অনুবাদ করতে করতে নিজেই শুধু করেন কবিতা লেখা। এভাবেই তাঁর সাহিত্য চর্চা শুধু । এম.এ পড়া কালীনই কয়েকজন বন্ধু মিলে বের করেন ‘কৃত্তিবাস ‘ পত্রিকা যা পরবর্তী কালে বাংলা সাহিত্যে বিশেষ স্থান লাভ করে। পড়া শেষ করে সাংবাদিকতা শুরু করেন পাশাপাশি চলতে থাকে সাহিত্য চর্চা । তার লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘একা এবং কয়েকজন’ (১৯৫৮) । তার প্রথম লেখা উপন্যাস ‘আত্মপ্রকাশ'( ১৯৬৬) ।
তাঁর প্রথম কিশোর উপন্যাস ‘ভয়ংকর সুন্দর’ । শিশুসাহিত্যে তিনি “কাকাবাবু-সন্তু” নামে এক জনপ্রিয় গোয়েন্দা সিরিজের রচয়িতা। ২০১২ খ্রিস্টোব্দে মৃত্যুর পূর্ববর্তী চার দশক তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা-ব্যক্তিত্ব হিসাবে সর্ববৈশ্বিক বাংলা ভাষা-ভাষী জনগোষ্ঠীর কাছে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। বাঙলাভাষী এই ভারতীয় সাহিত্যিক একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট হিসাবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন। তিনি আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ-পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি। একই সঙ্গে তিনি আধুনিক ও রোমান্টিক। তাঁর কবিতার বহু পংক্তি সাধারণ মানুষের মুখস্থ। । মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ভারতের জাতীয় সাহিত্য প্রতিষ্ঠান সাহিত্য অকাদেমি ও পশ্চিমবঙ্গ শিশুকিশোর আকাদেমির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।
ছদ্মনাম: নীললোহিত, সনাতন পাঠক এবং নীল উপাধ্যায়।
রচনাবলী:
কবিতা :
সুন্দরের মন খারাপ মাধুর্যের জ্বর
সেই মুহুর্তে নীরা
স্মৃতির শহর
সুন্দর রহস্যময়
একা এবং কয়েকজন
আমার স্বপ্ন
জাগরণ হেমবর্ণ
আমি কিরকম ভাবে বেঁচে আছি
ভালোবাসা খন্ডকাব্য
মনে পড়ে সেই দিন (ছড়া)
নীরা, হারিয়ে যেও না
অন্য দেশের কবিতা
ভোরবেলার উপহার
বাতাসে কিসের ডাক, শোন
রাত্রির রঁদেভু
সাদা পৃষ্ঠা তোমার সঙ্গে
হঠাৎ নীরার জন্য।
আত্ম জীবনী:
অর্ধেক জীবন
ছবির দেশে কবিতার দেশে
উল্লেখযোগ্য উপন্যাস :
প্রথম আলো
সেই সময়
পূর্ব পশ্চিম
মনের মানুষ
অর্জুন
অরন্যের দিন রাত্রি
নাটক :
প্রাণের প্রহরী
রাজা রাণী ও রাজসভায় মাধবী
মালঞ্চমালা
স্বাধীনতা সংগ্রামে নেতাজী
গল্পগ্রন্থ :
শাজাহান ও তার নিজস্ব বাহিনী
আলোকলতার মূল
অন্যান্য বই :
বরণীয় মানুষ : স্মরণীয় বিচার
আন্দামানে হাতি
আমার জীবনানন্দ আবিষ্কার ও অন্যান্য (প্রবন্ধ)
ইতিহাসে স্বপ্নভঙ্গ (প্রবন্ধ)
ছবির দেশে কবিতার দেশে (প্রবন্ধ)
রাশিয়া ভ্রমণ
তাকাতে হয় পিছন ফিরে (প্রবন্ধ)
কবিতার জন্ম ও অন্যান্য
সনাতন পাঠকের চিন্তা
সম্পাদকের কলমে
সৃষ্ট চরিত্র:
সন্তু
কাকাবাবু
জোজো