গদ্য ও প্রবন্ধ

প্রাবন্ধিক বংকিমচন্দ্র

প্রাবন্ধিক বংকিমচন্দ্র সম্পর্কে কিছু তথ্য নিয়ে আমাদের এই উপস্থাপনা। প্রাবন্ধিকের ব্যক্তিকথা এবং রচনা সম্পর্কে তথ্য দিতে এই পোস্ট।

পিতা-যাদব চন্দ্র চট্টোপাধ্যায়। জন্ম-দক্ষিণ ২৪পরগনার নৈহাটি এর কাঠাঁলপাড়া গ্রামে। কর্মজীবনে সুদক্ষ ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন।এবং এর জন্য তিনি রায়বাহাদুর উপাধি পেয়েছিলেন। ১৮৭২খ্রিস্টাব্দে ‘বঙ্গদর্শন’ পত্রিকা সম্পাদনার মধ্যদিয়ে বঙ্কিমচন্দ্রের (১৮৩৮-১৮৯৪) প্রবন্ধ সাহিত্যে প্রবেশ ঘটে। বঙ্গদর্শন ছাড়াও তিনি’প্রচার’,’নবজীবন’,’সাধারনী’ প্রভৃতি পত্রিকায় প্রবন্ধ লিখেছেন।

প্রাবন্ধিক বংকিমচন্দ্র -এর প্রবন্ধ গুলির তালিকা নিচে দেওয়া হলো।

দর্শন ও ইতিহাস ধর্মী প্রবন্ধগ্রন্থ
বিবিধ সমালোচনা (১৮৭৬) সাম্য (১৮৭৯) প্রবন্ধ পুস্তক (১৮৭৯) কৃষ্ণ চরিত্র (১৮৮৬) বিবিধ প্রবন্ধ (১ম খন্ড-১৮৮৮, ২য় খন্ড-১৮৯২) ধর্মতত্ত্ব (১৮৮৮) শ্রীমতভাগবত (১৯০২)

বিজ্ঞান ধর্মী প্রবন্ধগ্রন্থ  বিজ্ঞান রহস্য-১৮৭৫। এই প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত প্রবন্ধ গুলি হলো- ‘আশ্চর্য সৌরপাত’, ‘আকাশে কত তারা আছে’, ‘ধুলাগগন’, ‘পর্যটন’, ‘চঞ্চল জগৎ’, ‘কতকাল মনুষ্য’, ‘জৈবনিক’, ‘পরিমান রহস্য’, ‘চন্দ্ৰলোক’ প্রভৃতি।

সাহিত্য সমালোচনা ধর্মী প্রবন্ধগ্রন্থ
‘Bengali literature’ -১৮৭১, প্রবন্ধ পুস্তক-১৮৭৮

ব্যক্তি ধর্মী প্রবন্ধগ্রন্থ
কমলাকান্তের দপ্তর-১৮৭৫ প্রথম প্রকাশের সময় মোট ১১ টি প্রবন্ধ ছিল এর ভিতরে। De quiencey রচিত ‘The Confessions of An English Opium Eater’ অবলম্বনে রচিত।
লোকরহস‍্য-১৮৭৪ মুচিরাম গুড়ের জীবন চরিত-১৮৮৪ (দর্পনারায়ণ পুতিতুন্ড ছদ্মনামে লেখা)

গদ্যের বিবর্তনশীলতা কে তিনি সম্মান জানিয়েছেন তার বিভিন্ন রচনার মাধ্যমে।মার্জিত পরিহাস রসিকতা,জ্ঞান ,মনীষা,ও বৈদগ্ধের প্রকাশের মধ্যদিয়ে তার প্রাবন্ধিক সত্তা দেশ ও জাতির জন্য নিয়োজিত ছিল।তার বিভিন্ন প্রবন্ধ গুলি বাঙালি জীবন ভাবনার সাহিত্য গুণান্বিত বহিঃপ্রকাশ।

লেখিকা – সুমনা সাহু, অ্যাডমিন, টার্গেট এসএসসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *