প্রবন্ধ সাহিত্যবাংলা সাহিত্য

প্রবন্ধ শিল্পের দু চার কথা

ইংরেজিতে যাকে ‘Essay’ বাংলায় তাই ‘প্রবন্ধ’, কিন্তু এই প্রবন্ধ কে নিয়ে নানা মুনির নানা মত, সমালোচক Saintsbury প্রবন্ধ কে ‘Work of prose art’ বলে অভিহিত করেন, ফরাসি লেখক Montaigne প্রবন্ধের অর্থ করেছেন ‘প্রয়াস’। তবে সংস্কৃত ভাষায় প্রবন্ধ বলতে বোঝানো হত ‘প্রকষ্ঠ রূপে বন্ধন’ অর্থে, অর্থাৎ প্রবন্ধ শব্দটি র উদ্ভব ‘বন্ধ’ ধাতু থেকে যদিও শ্রীকৃষ্ণকীর্তনে প্রবন্ধ শব্দের অর্থ করা হয় ‘কৌশল’ বা ‘ উপায়’ বলা হয়েছে।

১. প্রবন্ধ কয় প্রকার ও কী কী?
উ: দুই প্রকার
অ. বস্তুনিষ্ঠ
আ. ব্যক্তিনিষ্ঠ

২. বস্তুনিষ্ঠ প্রবন্ধের উদাহরন দাও?
উ: সত্যেন্দ্রনাথ বসু’ শিক্ষা ও বিজ্ঞান’
৩. ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের উদাহরন দাও?
উ: রবীন্দ্রনাথের > পঞ্চভূত

রম্যরচনা

১. রম্যরচনা শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উ: ইংরেজি Belle’s letters থেকে
২. কথাটি কে প্রথম ব্যবহার করেন?
উ: জোনাথন সুইফট
৩. কোন পত্রিকায় প্রথম শব্দটি ব্যবহার করেন?
উ: The talter সাময়িক পত্রে
৪. ইংরেজি সাহিত্যের একটি উল্লেখযোগ্য রম্য রচনা ?
উ:Confession of an opium eater
৫. বাংলা সাহিত্যের রম্যরচনার উল্লেখযোগ্য নিদর্শন কোনটি?
উ: সৈয়দ মুজতবা আলীর ‘ চাচাকাহিনী
এছাড়া রবীন্দ্রনাথের >পঞ্চভূত বঙ্কিমচন্দ্র > লোকরহস্য কমলাকান্তের দপ্তর

ডায়েরি

১. ডায়েরির আদি নিদর্শন কোনটি?
উ: পঞ্চদশ শতকে এক অজ্ঞাতনামা পুরোহিতের লেখা Journal ch’un bourgeoisde paris
২. বাংলা সাহিত্যের উল্লেকযোগ্য ডায়েরি রচনা কোনটি?
উ: কালিদাস নাগ>ডায়েরি ১৯১৬_১৯১৯
৩. বাংলা সাহিত্যের আরো কিছু ডায়েরি রচনা?
উ: বিবেকানন্দ> পরিব্রাজক
রবীন্দ্রনাথ> যুরোপ যাত্রীর ডায়েরী, পশ্চিম যাত্রীর ডায়েরি

লিপিসাহিত্য

১. লিপিসাহিত্যের আদি নিদর্শন কোনটি?
উ: রিচার্ডসনের ‘পামেলা’
২. বাংলা সাহিত্যের সার্থক পত্রসাহিত্য কোনটি?
উ: রবীন্দ্রনাথের> ছিন্নপত্রাবলী

প্রশ্নোত্তর আলোচক – অমর পাঁজা, অ্যাডমিন, টার্গেট এসএসসি বাংলা